চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আদালত প্রতিবেদক

১৪ মে, ২০১৯ | ২:৫৭ পূর্বাহ্ণ

স্ত্রী হত্যার দায়ে আদালত এক আসামির যাবজ্জীবন কারাদ-, দুই হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরো ৬ মাসের কারাদ-াদেশ দিয়েছেন। গতকাল (সোমবার) চট্টগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফেরদৌস আরা এ রায় দেন। দ-াদেশপ্রাপ্ত আসামি ফটিকছড়ি উপজেলার ভূজপুর হাজিপাড়া এলাকার বেলাল হোসেন (৫২)। আসামির উপস্থিতিতে রায় ঘোষণার
পর তাকে কারাগারে পাঠানো হয়। অতিরিক্ত জেলা পিপি এডভোকেট রোবেল পাল পূর্বকোণকে বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় আদালত এ রায় দিয়েছেন।
আদালতসূত্রে জানা যায়, ২০০৪ সালের পাশের গ্রামের মোছাম্মৎ শামসুন নাহার ওরফে হাসিনার সাথে বিয়ে হয়। বিয়ের দুইমাস পর আসামি চাকরির উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যে চলে যান। ৩ বছর পর দেশে ফিরে আসেন। ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি আসামি তার শ্বশুরপক্ষের লোকজনদের জানায়, শামসুন্নাহার অন্যকারো হাত ধরে পালিয়ে গেছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকায়ও এ খবর রটিয়ে দেয়।
এর দুইদিন পর ১১ ফেব্রুয়ারি শামসুন নাহারের মৃতদেহ পাওয়া যায় স্থানীয় রোকাইয়ার ছড়ার (খাল) একটি ঝোপে। পুলিশ ভুক্তভোগীর মৃতদেহ উদ্ধারের পর সুরতহালে শরীরে একাধিক আঘাতের চিহ্ন পায়। এ ঘটনায় নিহতের ভাই মো. হারুন বাদি হয়ে বেলালসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ২০০৮ সালের ৩০ জুন পুলিশ ৭ জনকে অব্যাহতির সুপারিশ করে বেলালের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এরপর বাদি নারাজি দাখিল করলে মামলাটি আবারো তদন্তে যায়। দ্বিতীয় দফায়ও অন্যদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় বেলালকে আসামি করে আবারো চার্জশিট দেন।
২০১১ সালের ৮ আগস্ট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠনের পর ১২ জন সাক্ষ্য দেয়। আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট