চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

৬ ডিসেম্বর থেকে ৯ দিনব্যাপী ‘প্রাঙ্গণেমোর দুই বাংলার নাট্যমেলা ২০১৯’

৪ ডিসেম্বর, ২০১৯ | ৩:১৪ পূর্বাহ্ণ

বিগত ১৬ বছর ধরে একে একে ১০টি নাট্যোৎসব সফলভাবে সম্পন্ন করার অভিজ্ঞতায় সমৃদ্ধ ‘প্রাঙ্গণেমোর’ নাট্য দল ২০১৯ সালের আগামী ৬ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর আয়োজন করতে যাচ্ছে আরো ব্যাপক ও ব্যয়বহুল পরিসরে ‘দুই বাংলার নাট্যমেলা ২০১৯’। এই নাট্যমেলায় ভারতের পশ্চিমবঙ্গ ও দিল্লি থেকে ৪টি এবং বাংলাদেশের ৫টি উল্লেখযোগ্য প্রযোজনার প্রদর্শনী হবে। এবারের নাট্যমেলায় উদ্বোধক থাকবেন অভিনেতা ও নির্দেশক আসাদুজ্জামান নূর (এমপি), প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালেদ এমপি এবং বিশেষ অতিথি থাকবেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। ১৩ ডিসেম্বর সকাল ১০টায় ‘থিয়েটারের সংকট-দর্শক না ভালো নাটক’ শিরোনামে মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে ধারণাপত্র পাঠ করবেন হাসান শাহরিয়ার এবং মূখ্য আলোচক থাকবেন স্বপন রায়, মলয় ভৌমিক, আহমেদ ইকবাল হায়দার, রতন সিদ্দিকী, মোহাম্মদ আলী হায়দার, রহমান রাজু। সঞ্চালক থাকবেন অনন্ত হিরা। এছাড়া ‘প্রাঙ্গণেমোর নাট্যযোদ্ধা সহযোদ্ধা সম্মাননা ২০১৯’ প্রদান করছে নাট্যযোদ্ধা মামুনুর রশীদের সহধর্মিণী গওহর আরা চৌধুরী, নাট্যযোদ্ধা আতাউর রহমানের সহধর্মিণী শাহিদা রহমান এবং নাট্যযোদ্ধা লিয়াকত আলী লাকীর সহধর্মিণী কৃষ্টি হেফাজ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট