চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আবু ইউসুফ আলম ছিলেন অমিত সাহসী

৪ ডিসেম্বর, ২০১৯ | ৩:১৪ পূর্বাহ্ণ

চবির সাবেক উপাচার্য, মুক্তিযোদ্ধা, প্রফেসর ড. আবু ইউসুফ আলমের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন মনন খেলাঘর আসর। বক্তারা আবু ইউসুফের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শ চর্চা এবং মুক্তিযুদ্ধের চেতনা বিস্তারে কাজ করেছেন তিনি। ছিলেন অমিত সাহসী এবং সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি। গতকাল ৩ ডিসেম্বর ফতেয়াবাদ চৌধুরী হাটস্থ মর্নিং ডিউ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন মনন খেলাঘর আসরের সভাপতি ও ইউসুফ পত্নী অধ্যক্ষ রওশন আরা ইউসুফ। প্রধান অতিথি ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালি। বিশেষ অতিথি ছিলেন চন্দন চক্রবর্তী, মোরশেদ আলম। স্বাগত বক্তব্য রাখেন মননের সাংগঠনিক সম্পাদক ও স্কুলের ভাইস প্রিন্সিপ্যাল রাশেদুল আলম। খেলাঘরের ভাইবোনদের কবিতা আবৃত্তি, গান, নৃত্যের পর একক সংগীত পরিবেশন করেন শিল্পী প্রতিমা ঘোষ দস্তিদার, শিপ্রা ভৌমিক, তপন শীল প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট