চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিথম স্কিল ইনোভেশন সেন্টারের উদ্বোধন

৪ ডিসেম্বর, ২০১৯ | ৩:১৪ পূর্বাহ্ণ

বর্তমানে প্রতিযোগিতার বাজারে শুধু শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট নয়, দরকার প্রফেশনাল এবং সফটস্কিল উন্নয়ন।

তাই চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মোড়ে অবস্থিত বিথম কলেজ অব প্রফেশনালস শিক্ষার্থীদের প্রফেশনাল এবং সফটস্কিল উন্নয়নের লক্ষে বিথম স্কিল ইনোভেশন সেন্টার উদ্বোধনসহ ব্রিটিশ কাউন্সিল এর আইআরসি (আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার) হিসেবে বিথম কলেজে অব প্রফেশনাল এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। গত সোমবার বিথম কলেজ অব প্রফেশনালস এর সেমিনার হলে ইনোগরেশন সেরেমনি অব বিথম স্কিলস ইনোভেশন সেন্টার এবং সাইনিং সেরেমনি বিটওয়েন বিথম কলেজ অব প্রফেশনালস এন্ড ব্রিটিশ কাউন্সিল” শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিথম কলেজ অব প্রফেশনালস এর অধ্যক্ষ জাকের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিল, ডাইরেক্টর অপারেশন এক্সামিনেশন বাংলাদেশ জুনাইদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিথম কলেজ অব প্রফেশনালস এর গভর্নিং বডির সভাপতি মো. কামাল হোসেন এবং ব্রিটিশ কাউন্সিল এক্সামিনেশন সার্ভিস চট্টগ্রাম এর ম্যানেজার হারুনুর রশিদ রিয়াদ।

প্রধান অতিথি বলেন, শুধু ক্যারিয়ার নয়, ব্যক্তি হিসেবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে হলে প্রয়োজন ভালো যোগাযোগ দক্ষতা এবং প্রফেশনাল উন্নয়ন যা নিজের মত প্রকাশের পাশাপাশি অন্যের মনোভাব বুঝতে সাহায্য করে। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ সুনামের সাথে যোগাযোগ দক্ষতাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় বিথম কলেজ অব প্রফেশনালস এর সাথে যুক্ত হয়ে ব্রিটিশ কাউন্সিল আরো যোগাযোগে দক্ষতা বিষয়ক কোর্সগুলো পরিচালনা করবে। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট