৩ ডিসেম্বর, ২০১৯ | ১১:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নগরীর কোতোয়ালী থানাধীন গণি বেকারি থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় তাদেরকে গুডস হিলের সামনে থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চকবাজার এলাকার মো. দৌলত খানের ছেলে মো. মুন্না (২৮) ও দারুল আলিম মাদ্রাসা রোড এলাকার মজিবুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান (২৯)।
কোতোয়ালী থানার ওসি মো. মহসীন পূর্বকোণকে বলেন, নাফিস উর রহমান নামে এক ব্যক্তি প্রাইভেট কার যোগে রহমতগঞ্জ থেকে জামালখান যাওয়ার পথে গনি বেকারি মোড় এলাকায় আসলে মো. মুন্না (২৮) নামে ব্যক্তি মোটর সাইকেল নিয়ে তার গাড়ির সামনে এসে গতিরোধ করে এবং তাকে নামতে বলে। এ সময় নাফিস আমি কেন নামব এমন কথা জানতে চাইলে তাকে কিল-ঘুষি মারতে তাকে এবং অস্ত্রের ভয় দেখায় ওই দুজন। তারা বলেন ৫ হাজার টাকা দিতে হবে নয়তো তোকে জানে মেরে ফেলবে।
ওসি জানান. এমন অভিযোগের ভিত্তিতে বাদি নাফিসের ফোন পেয়ে ঘটনাস্থল গনি বেকারি মোড় থেকে মো. মুন্নাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারেরে সময় অন্য আসামি মো. মিজানুর রহমান (২৯) পালিয়ে গেলে পরে তাকে দারুল উলুম মাদ্রাসার সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
পূর্বকোণ-রাশেদ
শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৪ |
আসর শুরু | ০৩.৩২ |
মাগরিব শুরু | ০৫:১৫ |
এশা শুরু | ০৬:২৯ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০০ |
সুর্যোদয় | ০৬ঃ২০ |
সন্ধ্যা ৭.২০টা, ভারত-উইন্ডিজ, টি২০ (স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১)
রাত ১.১৫টা, বুন্দেসলিগা (স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২)
বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬.৩০টা ও রাত ৯.৩০টা, সনি টেন ১ বেলা ১১.৩০টা, বেলা ২.৩০টা ও সন্ধ্যা ৭.৩০টা, সনি ইএসপিএন।