চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ন্যায্যমূল্যের পেঁয়াজ অধিক মূল্যে বিক্রি, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

৩ ডিসেম্বর, ২০১৯ | ৪:২৯ অপরাহ্ণ

টিসিবি’র ধার্য্যকৃত ন্যায্য মূল্যে পেঁয়াজ অধিক মূল্যে বিক্রি করার অপরাধে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) রাত ৮টার বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড়ে একটি গলি থেকে সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দোলন বড়য়া(৫০) দিলীপ বড়য়া (৫০), মো. এমদাদুল হক মাসুম (২০), মো. জাহাঙ্গীর আলম (৫০)।  

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার পূর্বকোণকে বলেন, টিসিবি’র ধার্য্যকৃত ন্যায্য মূল্যে পেঁয়াজ কালোবাজারীর মাধ্যমে অধিক মূল্যে বিক্রি করার অপরাধে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে টিসিবির লগোযুক্ত ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির ব্যানার লাগানো পিকআপ গাড়ি (নং-চট্টমেট্রো-ন- ১১-২৩৮৬), ১টি স্কেল, টিসিবি কর্তৃক সরবরাহকৃত বিক্রয়ের চালানসহ ডিলার নিয়োগপত্র, ৭ বস্তা পেঁয়াজ উদ্ধার করা হয়। উদ্ধার ৭ বস্তা পেঁয়াজের মধ্যে ৪ বস্তা জাহাঙ্গীর স্টোর এবং ৩ বস্তা মিনি পিকআপে থেকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা করা হয়েছে।  

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট