চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি আরও ৫২ রোহিঙ্গা আটক

নিজস্ব সংবাদদাতা হ উখিয়া ও মহেশখালী

১৪ মে, ২০১৯ | ২:৫১ পূর্বাহ্ণ

উখিয়া ও মহেশখালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫২ রোহিঙ্গাকে আটক করেছে।
উখিয়ার উপকূলীয় ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে নারী পুরুষ ও শিশুসহ ২৩ রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়েছে। গতকাল সোমবার ভোর রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ইনানী বড় খাল এলাকা থেকে তাদের আটক করা হয়। গতকাল সোমবার দুপুরে উখিয়া থানায় সোপর্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ভিক্তিক কিছু দালাল সৃষ্টি হয়েছে। তাদের নেতৃত্ব ক্যাম্প অভ্যন্তরে নানান প্রলোভন দিয়ে নারী, পুরুষ ও শিশুদের সংগ্রহ করছে। কারণ বেশির ভাগ রোহিঙ্গাদের হাতে কোন টাকা পয়সা থাকে না। অভাব অনটন কাটাতে অবৈধ ভাবে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক। অল্প টাকায় বিদেশ যেতে পারেন। ক্যাম্পে বসবাসকারী কিছু রোহিঙ্গা জানান, এসব দালালদের সাথে কিছু সংখ্যক মাঝি জড়িত থাকতে পারে। তাদের আশ্রয় পশ্রয়ে এসব দালাল ক্যাম্প এলাকায় ঘুরে বেড়ান। আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার শাপলাপুর রোহিঙ্গা ক্যাম্পের আবদুস সালামের মেয়ে হাজেরা খাতুন (১৮), কালামিয়ার মেয়ে নেছারুন (১৯), আবদুস সালামের মেয়ে মদিনা (১৪), উখিয়ার থাইনখালী রোহিঙ্গা ক্যাম্পের সলিম উল্লাহর মেয়ে হাসিনা বেগম (১৫)ও আবদুল আমিনের মেয়ে রফিকা বেগম (১৪), হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ রফিকের মেয়ে রোকেয়া বেগম (১৫), মোহাম্মদ রফিকের মেয়ে সেতারা বেগম (১৯),উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের কলিম উল্লাহ মেয়ে হুমায়ারা বেগম (১৬), উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের রহমত উল্লাহ মেয়ে সামসুর নাহার (১৬),জামতলী ক্যাম্পের রশিদ আহমদের ছেলে হাফিজুর রহমান (২০),উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের রহমত উল্লাহ ছেলে সালামত উল্লাহ (১৬), মৃত দ্বীন মোহাম্মদের ছেলে রেজুয়ান আহমদ (৯),মৃত দ্বীন মোহাম্মদের স্ত্রী জমিলা খাতুন (২৯),কবির আহমদের মেয়ে রাসমিন আকতার (১৫), সেন্টু আলমের ছেলে মোহাম্মদ রশিদ (১০), সৈয়দ আমিনের মেয়ে ইয়াছমিন আকতার (১৬), সৈয়দ আমিনের মেয়ে তাহমিনা আকতার (১৮),কালা মিয়ার মেয়ে আকলিমা (৬), কালা মিয়ার ছেলে আয়াস উদ্দিন (৫),কালা মিয়ার স্ত্রী ফাতেমা (২৫), রশিদ আহমদের মেয়ে কাউসার বিবি (১৭), আজিজুল হকের মেয়ে উম্মে হাবিবা (১৫)ও এনায়েত মেয়ে সাবেকুর নাহার (১৫)। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সিদ্ধার্থ বলেন, স্থানীয়দের সহযোগিতায় ইনানী বড় খাল এলাকা থেকে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি কালে ২৩ রোহিঙ্গাকে আটক করি। উখিয়া থানার ওসি আবুল খায়ের সত্যতা স্বীকার করে বলেন আটককৃত রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
মহেশখালী : আমাদের নিজস্ব সংবাদদাতা জানায়, মহেশখালী থানা পুলিশের বিরামহীন অভিযানে গত ২৪ ঘণ্টায় মালয়েশিয়াগামী ২৯ জন রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে। গতকাল সোমবার সকাল ১১টার সময় উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়ার পশ্চিম এলাকা থেকে ১৫ জন নারী পুরুষকে উদ্ধারের পর ভোর সকাল ৪ টার সময় পাশ্ববর্তী কালারমারছড়া ইউনিয়নে পৃথক অভিযানে উদ্ধার হয় আরো ১৫ জন রোহিঙ্গা নারী পুরুষ।
মহেশখালী থানা পুলিশ ভোরে উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের আঁধার ঘোনা ও নোনাছড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী রোহিঙ্গা নারী পুরুষকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ জানায়, মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে কালারমার ছড়া পুলিশ ক্যাম্পের এস আই লিটন চন্দ্র সিংহ, এ এস আই জাহাঙ্গীর ও হোয়ানক পুলিশ ক্যাম্পের আই সি এ এস আই সফিকূল ইসলামের যৌথ অভিযানে এসব রোহিঙ্গাদের আটক করা হয়। উল্লেখ্য সম্প্রতি মহেশখালী দ্বীপ সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর দিয়ে মহেশখালী ও উখিয়া এলাকা ভিত্তিক একটি আদমপাচারকারি চক্রের একটি সিন্ডিকেট এসব রোহিঙ্গাকে পাচারের উদ্দেশ্যে মহেশখালী দ্বীপে নিয়ে এসে জড়ো করেছিল। অপরদিকে মহেশখালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪৪ পিস ইয়াবাসহ দুই মহিলাসহ এক যুবককে আটক করেছে। পুলিশ জানায়, থানার ওসি প্রভাষ চন্দ্র ধর এর নেতৃত্বে সঙ্গীয় এসআই পংকজ দাশ ও ফোর্সসহ বড় মহেশখালী নতুন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বড় মহেশখালীর ফকিরাকাটা এজাহার মিয়ার বাড়িতে এরফানের বসত ঘরে ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় হচ্ছে তাৎক্ষণিক ওই বসতঘরে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বড় মহেশখালী ফকিরাকাটা গ্রামের মৃত হান্নান মোল্লার ছেলে মো. রাব্বী মোল্লা (২১), মাগুরা থানার পারনান্দুয়ালী গ্রামের মো. রাব্বী মোল্লার স্ত্রী রিয়া খাতুন (১৯), বড় মহেশখালী ফকিরাকাটা গ্রামের মো. এরফানের স্ত্রী তাজনুর (২৩), কে আটক করে। মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর পূর্বকোণকে ২৯ জন রোহিঙ্গা ও ৩ জন ইয়াবা ব্যবসায়ী আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট