চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

মুনিরীয়ার কার্যক্রমের বিরুদ্ধে একাত্মতা ওলামা পরিষদ সাধারণ সম্পাদকের

নিজস্ব সংবাদদাতা হ রাউজান

১৪ মে, ২০১৯ | ২:২৪ পূর্বাহ্ণ

মুনিরীয়া যুব তবলীগ কমিটির সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এবার একাত্মতা প্রকাশ করেছেন বিশিষ্ট আলেম। তাঁর নাম মাওলানা মোহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী। তিনি মুনিরীয়া যুব তবলীগ কমিটির ওলামা পরিষদের সাধারণ সম্পাদক। তিনি গতকাল সোমবার রাউজানে মুনিরীয়ার বিরুদ্ধে আন্দোলনকারী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কর্মকর্তা এবং আন্দোলনের নেতৃত্বদানকারী উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের কাছে এসে লিখিত একাত্মতা প্রকাশ করেন এবং দায়ীদের শাস্তি দাবি করেছেন। লিখিত একাত্মতায় মোহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী বলেন, সম্প্রতি মুনিরীয়া যুব তবলীগ কমিটি তরিক্বতের নামে যে সকল উগ্র সন্ত্রাসীমূলক কাজ করছে এবং মুক্তিযোদ্ধা, আলেম, ওলামা ও সাধারণ মানুষের উপর আঘাত করছে, তা ব্যক্তিগতভাবে ঘৃণা করি। মুনিরীয়া যুব তবলীগ কমিটির এইসব ঘৃণ্য কর্মকা- বন্ধ করে মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং দোষীদের শাস্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহবান জানাচ্ছি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট