চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পেকুয়ায় রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে হামলা ও ভাংচুর

নিজস্ব সংবাদদাতা , চকরিয়া

১৪ মে, ২০১৯ | ২:২৩ পূর্বাহ্ণ

সংবাদ প্রকাশের জের ধরে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের পেকুয়া কার্যালয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে অফিসে ভাংচুর করেছে বনদস্যু সুমনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত। এতে রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ হিজবুল্লাহ আহত হয়েছে।গতকাল সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার পেকুয়া চৌমুহনীস্থ রিপোটার্স ইউনিটি পেকুয়া কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা ইলিয়াস উদ্দিন সুমনকে আটক করে। আটক ইলিয়াস উদ্দিন সুমন বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার মোহাম্মদ ইসমাঈলের ছেলে।
রিপোটার্স ইউনিটি পেকুয়ার সভাপতি সাংবাদিক মো. ফারুক বলেন, বনদস্যু ইলিয়াস উদ্দিন সুমন নিরীহ লোকদের মামলা দিয়ে হয়রানি, পাহাড়ের বনভূমি দখল, বনায়ন নিধনসহ অসংখ্য অভিযোগ ছিল। এসব ঘটনায় স্থানীয়রা সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে। এবিষয়ে পেকুয়ার কর্মরত সংবাদকর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। এতে বনদদস্যু সুমন সংবাদকর্মীদের বিভিন্নভাবে হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেল ৩ টার দিকে ৪-৫ সন্ত্রাসী নিয়ে সাংবাদিক কার্যালয়ে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা দুটি ল্যাপটপ, ১০টি চেয়ার, ১টি পানির ফিল্টার ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। সাথে দুটি ক্যানন ডিএসএলআর ক্যামেরা ও ১টি ল্যাপটপ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মূলহোতা ইলিয়াসকে আটক করা হয়েছে। ভুক্তভোগীদের পক্ষে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট