চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

সীতাকু-ে ট্রেনে পাথর নিক্ষেপ ও দুর্ঘটনা প্রতিরোধে সভা

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-

১৪ মে, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

সীতাকু-ে ট্রেনে পাথর নিক্ষেপ ও দুর্ঘটনা প্রতিরোধে সচেনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সদর রেল স্টেশন প্রাঙ্গণে সীতাকু- রেলওয়ে পুলিশ ফাঁড়ি কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্টেশন মাস্টার মতিলাল বড়–য়া। এএসআই হাসান আহমেদের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন সীতাকু- রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন, সীতাকু- মডেল থানার প্রতিনিধি এস.আই মো. হারুন, প্রেসক্লাবের সা. সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন ভূঁইয়া, সাবেক রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কালাম, জামে মসজিদের ইমাম মো. শাহাদাত হোসেন, এভারগ্রিণ কিন্ডার গার্টেন স্কুলের প্রিন্সিপাল ইমাম উদ্দিন প্রমুখ। এতে বক্তারা বলেন, মূলত অসচেতনতায় ট্রেনে পাথর ছোঁড়া অথবা অন্যভাবে ট্রেন লাইনে দুর্ঘটনা বেশি ঘটে।
এক শ্রেণির মানুষ খেলার ছলে কিংবা মজা করতে ট্রেনে পাথর ছোঁড়ে। এতে হতাহত হচ্ছেন অনেকে। কিন্তু যারা পাথর ছোঁড়েন না তারা কুফল ভাবেন না। একইভাবে অসচেতনভাবে ট্রেনের ছাদে, ইঞ্জিনে, দুই বগির মধ্যখানে বিভিন্নভাবে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। আবার কানে হেডফোন দিয়ে চলাফেরা করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। সাধারণ মানুষ নিজে সচেতন হলেই এসব দুর্ঘটনা কমানো সম্ভব। একইভাবে রেল স্টেশন বা আশপাশ মাদকমুক্ত করতেও সবাইকে আরো সচেতন হতে হবে। তাহলেই সুফল আসবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট