চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আক্ষেপ নেই লিভারপুল কোচের

স্পোর্টস ডেস্ক

১৪ মে, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

৩৮ ম্যাচে ৩০ জয় ও সাত ড্র। হার মাত্র একটি। এরপরও লিগ শিরোপা জেতা হলো না। ৯৭ পয়েন্ট নিয়ে লিগের রানার্সআপ হয়ে লিভারপুল নিজেদেরকে দুর্ভাগা ভাবতেই পারে। কেননা ইউরোপের সেরা পাঁচ লিগের ইতিহাসে যে কখনই কোনো দল এর চেয়ে বেশি পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়নি। তবে কোচ ইয়ুর্গেন ক্লপ একটু হতাশ হলেও কোনো আক্ষেপ নেই বলেই জানিয়েছেন। রোববার লিগের শেষ দিনে এনফিল্ডে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে সাদিও মানের জোড়া গোলে ২-০ ব্যবধানে হারায় লিভারপুল। দরকার ছিল কেবল ম্যানচেস্টার সিটির হোঁচটের। কিন্তু ব্রাইটন এন্ড হোভ এলবিওনের মাঠে ৪-১ গোলে জিতে ৯৮ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখে পেপ গর্দিওলার দল। ম্যাচ শেষে কোনো দুঃখ নেই বলে সিটিকে অভিনন্দন জানান ক্লপ। ‘সিটিকে অভিনন্দন। আমরা সবকিছু দিয়ে চেষ্টা করেছিলাম বিষয়গুলো তাদের জন্য যতটা সম্ভব কঠিন করে তোলার, কিন্তু তা যথেষ্ট ছিল না।’ ‘এটা পরিষ্কার যে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল; সিটিকেও। এই সপ্তাহে আমাদের লক্ষ্য ছিল ৯৭ পয়েন্ট পাওয়া এবং আমরা সেটা পেয়েছি-এটা বিশেষ কিছু।। কোনো দুঃখ নেই।’ লিগ শিরোপা না পেলেও চ্যাম্পিয়ন্স লিগে জয়ের আশা আছে লিভারপুলের। আগামী ১ জুন ইউরোপ সেরার লড়াইয়ে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে তারা। ক্লপও তাকিয়ে আছেন সেদিকে। ‘আমরা নিজেদের ইতিহাস লিখতে চেয়েছিলাম এবং লিখেছি। আজ খুব ভালো অনুভূতি হচ্ছে না কিন্তু তিন সপ্তাহের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের হাতে অনেক সময় আছে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট