২৩ নভেম্বর, ২০১৯ | ৬:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় যুবলীগের আজকের কংগ্রেসে যোগ দিতে চট্টগ্রাম থেকে প্রায় দেড় হাজার নেতাকর্মী গতকাল শুক্রবার ঢাকায় গেছেন। এর মধ্যে প্রায় এক হাজার গেছেন চট্টগ্রাম মহানগর থেকে। চট্টগ্রাম মহানগর থেকে ৫৫ জন কাউন্সিলর, ৫০০ জন ডেলিগেট এবং কংগ্রেস দেখার জন্যও অনেকেই ঢাকায় গেছেন। এছাড়া চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা থেকে চার শতাধিক নেতাকর্মী কংগ্রেসে গেছেন। নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ পূর্বকোণকে জানান, জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে সাতটি বাস এবং তূর্ণা নিশিতার দুইটি বগি ও ঢাকা মেইলের দুইটি বগি করে আহবায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদসহ নগর যুবলীগের প্রায় ৪০০ নেতাকর্মী গতরাতে ঢাকায় গেছেন। এছাড়া অনেকেই ব্যক্তিগতভাবে যে যার মত করে কংগ্রেসে যোগ দেয়ার জন্য ঢাকায় গেছেন। সব মিলিয়ে ঢাকায় যাওয়া নেতাকর্মীর সংখ্যা হাজারের কাছাকাছি হবে। ফরিদ মাহমুদ জানান, উৎসাহ- উদ্দীপনা ও আগ্রহ নিয়ে যাচ্ছি। শুদ্ধি অভিযানে নেতাকর্মীদের মাঝে আশার সঞ্চার হয়েছে। সৎ ও যোগ্য ব্যক্তিই নেতৃত্ব পাবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
অপরদিকে, সোনার বাংলার একটি বগি এবং দুইটি বাসে করে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা ঢাকায় গেছেন।
যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আবদুল মান্নান ফেরদৌস পূর্বকোণকে জানিয়েছেন, সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা সোনার বাংলার একটি বগি এবং দুইটি বাসযোগে ঢাকায় গেছেন। আবদুল মান্নান ফেরদৌস, এডভোকেট চন্দন তালুকদার, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, দিদারুল আলমসহ প্রায় ২০০ নেতাকর্মী ঢাকায় গেছেন উল্লেখ করে বলেন, এ যাত্রা আনন্দের। এ যাত্রা উচ্ছ্বাসের।
কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক মো. সেলিম উদ্দিন পূর্বকোণকে জানান, চট্টগ্রাম উত্তর জেলা থেকে ২৫ জন কাউন্সিলর এবং ১০০ জন ডেলিগেট গেছেন। এছাড়া অনেকেই কংগ্রেস দেখার জন্য ঢাকায় গেছেন। সব মিলিয়ে উত্তর জেলা থেকে দুই শতাধিক নেতাকর্মী ঢাকায় গেছেন। দক্ষিণ জেলা থেকেও উত্তর জেলার মত নেতাকর্মী গেছেন বলে জানা গেছে।
রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৮ |
আসর শুরু | ০৩.৩৫ |
মাগরিব শুরু | ০৫:১৮ |
এশা শুরু | ০৬:৩২ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০৫ |
সুর্যোদয় | ০৬ঃ২৫ |
সকাল ১০.৪৫টা, পাকিস্তান-শ্রীলংকা, ১ম টেস্ট, ৫ম দিন (সরাসরি, সনি ইএসপিএন) বেলা ১১.৩০টা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ১ম টেস্ট, ৪র্থ দিন (সরাসরি, সনি সিক্স) বেলা ২টা, ভারত-উইন্ডিজ, ১ম ওয়ানডে (স্টার স্পোর্টস ১)
রাত ৮টা ও রাত ১০.৩০টা, ম্যানইউ-এভারটন ও আর্সেনাল-ম্যানসিটি, প্রিমিয়ারশিপ (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১) রাত ৮টা, উলভারহ্যাম্পটন-টটেনহ্যাম, প্রিমিয়ারশিপ (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২) বিকাল ৫.৩০টা, রাত ৮টা, রাত ১১টা ও রাত ১.৪৫টা, হেলাস ভেরোনা-টুরিনো, জুভেন্টাস-উদিনসে, রোমা-এসপিএএল ও ফিওরেন্টিনা-ইন্টারমিলান, সিরি এ (সরাসরি, সনি টেন ২) রাত ৮টা, মিলান-সাসুলো, সিরি এ (সরাসরি, সনি টেন ১) রাত ১১টা, শালকে-ফ্রাঙ্কফুর্ট, বুন্দেসলিগা (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২) রাত ৮টা, ব্যাঙ্গালুরু-মুম্বাই, আইএসএল (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সকাল ১০টা, এইচএসবিসি ওয়ার্ল্ড ট্যুর (সরাসরি, স্টার স্পোর্টস ২ এবং ৩)
বেলা ১২.৩০টা, বিকাল ৫.৩০টা, রাত ১০টা ও রাত ১১টা, সনি টেন ১।