চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৮ জুন, ২০২৩

সর্বশেষ:

১৩ মে, ২০১৯ | ২:৩৬ পূর্বাহ্ণ

নিজস্ব সংবাদদাতা , পটিয়া

পটিয়ায় কনস্টেবল ক্লোজড হ্যান্ডকাফসহ পালিয়েছে মাদক ব্যবসায়ী

চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর হ্যান্ডকাফসহ পালানোর ঘটনায় চট্টগ্রামের পটিয়া থানার পুলিশ কনস্টেবল তোফাজ্জল হোসেনকে ক্লোজড করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার পূর্ব হাইদগাঁও মাহাদাবাদ গ্রাম থেকে মাদক ব্যবসায়ী আবদুল আলম (২৭) কে গ্রেপ্তারের পর হ্যান্ডকাফ পড়িয়ে দিলেও সে পুলিশের হাত থেকে পালিয়ে যায়। আলম পূর্ব হাইদগাঁও মাহাদাবাদ গ্রামের আবদুল মাবুদের পুত্র। এদিকে, মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার না করে তার কাছ থেকে হ্যান্ডকাফ ফেরত নেওয়ার বিষয়টি গতকাল রবিবার সকালে জানাজানি হলে পুলিশ প্রশাসনসহ সর্বত্র তোলপাড় শুরু হয়। তবে হ্যান্ডকাফসহ আসামি ধরতে অভিযানে নেতৃত্ব দিয়েছিল পটিয়া থানার এএসআই মো. বশির।
জানা গেছে, গত শনিবার বিকেলে উপজেলার পূর্ব হাইদগাঁও মাহাদাবাদ গ্রাম থেকে মাদক ব্যবসায়ী আবদুল আলমকে ধরতে পটিয়া থানার এএসআই মো. বশিরের নেতৃত্বে একদল পুলিশ যায়। অভিযানের এক পর্যায়ে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. বশিরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আলমকে গ্রেপ্তার করলেও সে পালিয়ে যায়। অভিযানে নেতৃত্ব দেওয়া এএসআই মো. বশির জানিয়েছেন, মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর হ্যান্ডকাফসহ পালিয়ে গেলেও রাতে মাদক ব্যবসায়ীর পিতা আবদুল মাবুদ এক গ্রাম পুলিশ সদস্যসহ হ্যান্ডকাফটি পুলিশের কাছে ফেরত দিয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন খাঁন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হ্যান্ডকাফসহ মাদক ব্যবসায়ী পালানোর ঘটনায় এক কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট