চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের খত্না ক্যাম্প

২৩ নভেম্বর, ২০১৯ | ৫:৫২ পূর্বাহ্ণ

ফটিকছড়িস্থ আজিমপুরে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (ক.) ট্রাস্ট’ পরিচালিত ‘দারিদ্র্য বিমোচন প্রকল্প’র উদ্যোগে গতকাল শুক্রবার মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, আজিমপুর শাখার ব্যবস্থাপনায় ‘শাহানশাহ্ হক ভা-ারী দাতব্য চিকিৎসালয়’ এ সুবিধাবঞ্চিত পরিবারের ছেলে সন্তানদের বিনামূল্যে ওষুধসহ ৪০তম খত্না ক্যাম্প সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে আলোচনাকালে বক্তাগণ বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে মানবতাবাদী প্রতিষ্ঠান ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (ক.) ট্রাস্ট’ নগর ও গ্রামে অবহেলিত জনগোষ্ঠীর ¯¦াস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করে চলেছে। দরিদ্র অসহায় রোগীদের মানসিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক বিষয়ক বিভিন্ন সহায়তার পাশাপাশি রোগীর মানসিক শক্তি বৃদ্ধি ও চিকিৎসার ব্যয় বহন করে এ ট্রাস্ট মানব সেবায় এক উজ্জল দৃষ্টান্তে পরিণত হয়েছে। মোহাম্মদ আফতাব উদ্দিন মানিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল হালিম আল মাসুদ, মোহাম্মদ নাছের, আহসান উল্লাহ চৌধুরী বিভন, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ আশরাফ উদ্দিন সিদ্দিকী, মোহাম্মদ দেলাওয়ার হোসেন ও আজিমপুর শাখার সকল সদস্যবৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট