চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কারামুক্ত যুবদল ও ছাত্রদল নেতার সংবর্ধনা সভায় ডা. শাহাদাত

গায়েবী মামলা দিয়ে রাজপথের আন্দোলন বন্ধ করা যাবে না

২৩ নভেম্বর, ২০১৯ | ৫:৫৩ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী যুবদল পাহাড়তলী থানার যুগ্ম আহবায়ক খোরশেদ আলম ও থানা ছাত্রদল নেতা মো. সেলিমের কারামুক্তি উপলক্ষে এক সংবর্ধনা সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

থানা যুবদলের আহবায়ক কুইনটেন রিবেরোর সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ডা. শাহাদাত হোসেন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন আবুল হাসেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সামশুল হক, ইয়াছিন চৌধুরী লিটন, মো. মহসিন, মনজুরুল আলম, কামরুল ইসলাম।
সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, গায়েবী, মিথ্যা মামলা ও জেলে ঢুকিয়ে চলমান আন্দোলন থেকে যুবদল নেতাকর্মীদেরকে রুখতে পারবে না। তিনি উপস্থিত যুবদলের নেতাকর্মীদেরকে বলেন, আগামীদিনের রাজপথের আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে জেলজুলুম দিয়ে সরকার যুবদল নেতাকর্মীদেরকে ইস্পাত কঠিন ঐক্যের দিকে ঠেলে দিচ্ছে।

সমাবেশে প্রধান বক্তা আবুল হাসেম বক্কর বলেন, চট্টগ্রাম মহানগরীর মাটি জাতীয়তাবাদী যুবদলের ঘাঁটি। তাই আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি যুবদলের নেতাকর্মী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে।
সভায় কারামুক্ত যুবদল ও ছাত্রদল নেতাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট