চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

রাউজান রাস বিহারী ধামের রাস উৎসবে এমপি ফজলে করিম

রাউজান সকল ধর্মের মানুষের শান্তির জনপদ

২৩ নভেম্বর, ২০১৯ | ৫:৫৩ পূর্বাহ্ণ

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাউজান সকল ধর্মের মানুষের জন্য শান্তির জনপদ। সব ধর্মের মানুষ এখানে উৎসবমুখর পরিবেশে উৎসব পার্বন পালন করে। রাউজানে কোন বিশৃংখলাকারীর স্থান নেই। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় রাউজান সার্বজনীন শ্রী শ্রী রাস বিহারী ধামে রাস উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী রাস লীলা উপলক্ষে চারদিনব্যাপী মহতী ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লীলা প্রদর্শনী, সংবর্ধনা, পাল্টা কীর্তন ও ষোড়শ প্রহরব্যাপী মহানামজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। এতে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন অধ্যক্ষ লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী।

রাসবিহারী ধাম পরিচালনা কমিটির সভাপতি, পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্তের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন শ্যামল কুমার পালিত, উপজেলা আ. লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, কামরুল ইসলাম বাহাদুর, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, শাহ আলম চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, সুমন দে, ম্যালকম চক্রবর্তী। শিক্ষক অনুপম দাশ গুপ্তের সঞ্চালনা বক্তব্য দেন রবীন্দ্র লাল চৌধুরী, রুণু ভট্টাচার্য্য, অলক দাশগুপ্ত, বরুণ দাশগুপ্ত, তপন দে, দীপক দাশগুপ্ত, উজ্জ্বল দাশগুপ্ত, দুলাল দাশগুপ্ত, ডা. রাখাল দাশগুপ্ত, সাজু পালিত, উজ্জ্বল দাশগুপ্ত, উত্তম গুপ্ত, সোনা দত্ত, মনোজ চক্রবর্তি, তাপস দাশগুপ্ত, এডভোকেট সৌমিত্র ভট্টাচার্য্য, তুহিন গুহ, সাগর দাশগুপ্ত, রুবেল দাশগুপ্ত প্রমুখ।
এ মহোৎসবে চারদিনব্যাপী কয়েকলাখ সনাতন সম্পদায়ের নারী-পুরুষের সমাগম হবে বলে আশা করেছেন রাস উদযাপন কমিটি। এতে প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট