চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১২ ঘণ্টার ব্যবধান কাপ্তাইয়ে আবারও সন্ত্রাসী হামলায় নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

২৩ নভেম্বর, ২০১৯ | ৫:৫২ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নে একের পর এক ঘটছে চাঁদাবাজি, সস্ত্রাসী হামলা, ডাকাতি ও লুটপাটের ঘটনা। সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় রক্ষা নেই নারীদেরও। গত সপ্তাহে রাইখালীর ৩টি বাড়িতে ঘটে ডাকাতি-লুটপাটের ঘটনা, বেদম প্র্রহার করা এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। শনিবার দুপুরে হাফছড়ি এলাকায় সড়ক নির্মাণ কাজে চাঁদা দাবি করে না পাওয়ায় ১০ জন নির্মাণ শ্রমিকের উপর ছুরিকাঘাত ও লাঠিসোটা দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়।

উক্ত ঘটনার রেশ কাটতে না কাটতেই ১২ ঘণ্টার ব্যবধানে মধ্যরাতে আবারও ওই ইউনিয়নের মতি পাড়ার তালতলী এলাকায় ৩ বাড়িতে হানা দিয়ে নগদ ২৫ লক্ষ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার, ডেভিট কার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আসবাপত্র লুট করেছে বলে অভিযোগ করেন বাড়ির মালিক ব্যাংক কর্মচারী উচি মারমা ও সেনা সিনিয়র ওয়ারেন্ট অফিসার ক্যসুই অং মারমা। তারা জানান, হামলাকারীরা মুখোশ পরিহিত, লাঠি ও ধারালো অস্ত্রে সজ্জিত ছিল। তাদের জিম্মি করে আসবাবপত্র ভাংচুর করার সময় বাড়ির মালিক উচি মারমা বাঁধা দিলে তাকেও বেদম প্র্রহার করা হয় বলে অভিযোগ করেন তারা। রাইখালী ইউপির ভারপ্র্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক বলেন, ডাকাত দল একের পর এক হামলা ও লুটপাট করছে। পর পর একাধিক ঘটনায় রাইখালীবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মো. আশ্রাফ উদ্দিন জানান, জেএসএস নামধারী সন্ত্রাসীরা রাইখালী এলাকায় দফায় দফায় হামলা করছে। এরা কোন ডাকাত দল নয়, এরা হল মুখোশধারী সন্ত্রাসী। এ সস্ত্রাসী দলটি বৃহস্পবিার (২১ নভেম্বর) প্র্রকাশ্যে দিনে দুপুুরে দশ নির্মাণ শ্রমিকদের কুপিয়ে আহত করেছে। আমরা অভিযোগ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট