চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এন্টিবায়োটিক সচেতনতা সভায় বিভাগীয় পরিচালক

এন্টিবায়োটিকের অপব্যবহার আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর

২৩ নভেম্বর, ২০১৯ | ৫:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্থানীয় সরকার) ও সরকারের অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী বলেছেন, সব রোগে এন্টিবায়োটিক প্র্রয়োজন হয় না। এন্টিবায়োটিকের অব্যবহার আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। জ্বর বা জটিল রোগ হলে রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হয়ে পরামর্শ মতে এন্টিবায়োটিক ও অন্যান্য ওষুধ সেবন করতে হবে। বিনা প্র্রয়োজনে কোন ধরনের এন্টিবায়োটিক খাওয়া যাবে না এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক সংক্রমণে সঠিক এন্টিবায়োটিক ব্যবহার করতে হবে। নগরীর কোতোয়ালী থানাধীন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর সভাকক্ষে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ (১৮-২৪ নভেম্বর) ২০১৯ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্র্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসি’র রোগ নিয়ন্ত্রণ বিভাগের এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট ভাইরাল, হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি সভার আয়োজন করে।

এতে প্র্রধান বক্তা ছিলেন বিএমএ’র সভাপতি অধ্যাপক (ডা.) মুজিবুল হক খান। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে ও এমআইএস সহকারী প্র্রধান সৈয়দ কামরুল আনোয়ারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন আহমদ, বিভাগীয় উপপরিচালক (স্বাস্থ্য) ডা. আবদুস সালাম, সহকারী পরিচালক ডা. শফিকুল আলম, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আবদুর রব। বক্তব্য রাখেন বাসাস’র চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য সচিব রনজিত কুমার শীল, বিভাগীয় স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়–য়াসহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের সহকারী ও পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দ।-বিজপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট