২৩ নভেম্বর, ২০১৯ | ৫:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা, সীতাকু-
দীর্ঘ ১৩ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে সেই টাকায় একটি কার কিনেন সীতাকু-ের ছোট কুমিরার বাসিন্দা মো. সাহাব উদ্দিন। এই কারটি নিজে চালিয়ে যা আয় করতেন তা দিয়েই চলত তার সংসার। সাহাব উদ্দিনের যা কিছু স্বপ্ন সবই এ কারটি ঘিরে। গত মঙ্গলবার রাতে সাহাব উদ্দিনের সেই স্বপ্নের কারটিই চুরি করে নিয়ে গেছে চোরের দল। আর শেষ সম্বল এই কারটি হারিয়ে গত তিনদিন ধরে পাগলের মত খুঁজে বেড়ালেও কোন সন্ধান মিলছে না। তিনি থানায় জিডিও করেছেন। সর্বশেষ বৃহস্পতিবার ২১ নভেম্বর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের শরণাপন্ন হন তিনি।
সাহাব উদ্দিন বলেন, বিদেশে দীর্ঘদিন ধরে কস্ট করে অল্প কিছু আয় করেছি। সেই টাকা নিয়ে দেশে এসে একটি এক্স করোলা কার (নং চট্টমেট্টো গ ১২-২১১২) কিনেছি। কারটি নিজেই চালাই। এ থেকে যা আয় হয় তাতেই সংসার চলত। কিন্তু মঙ্গলবার রাতে ছোট কুমিরা ওয়াল্টন শো-রুমের পার্শে গ্রিল ওয়ার্কশপ এর ভিতরে রেখে বাসায় যাই। বুধবার সকালে এসে দেখি আমার গাড়িটি চুরি হয়ে গেছে। এরপর অনেক খুঁজেও পাইনি। আমি জিডি করেছি। কিন্তু তিনদিনেও এটি খুঁজে না পেয়ে আমি দিশেহারা। তিনি প্রশাসনের কাছে কারটি দ্রুত উদ্ধারে হস্তক্ষেপ কামনা করেন।
সীতাকু- মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) রবিচরণ চৌহান বলেন, এ ঘটনায় জিডি হবার পর বিভিন্নস্থান থেকে সিসি টিভির ফুজেট সংগ্রহ করা হয়েছে। কারটি উদ্ধারের চেষ্টা চলছে।
রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৮ |
আসর শুরু | ০৩.৩৫ |
মাগরিব শুরু | ০৫:১৮ |
এশা শুরু | ০৬:৩২ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০৫ |
সুর্যোদয় | ০৬ঃ২৫ |
সকাল ১০.৪৫টা, পাকিস্তান-শ্রীলংকা, ১ম টেস্ট, ৫ম দিন (সরাসরি, সনি ইএসপিএন) বেলা ১১.৩০টা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ১ম টেস্ট, ৪র্থ দিন (সরাসরি, সনি সিক্স) বেলা ২টা, ভারত-উইন্ডিজ, ১ম ওয়ানডে (স্টার স্পোর্টস ১)
রাত ৮টা ও রাত ১০.৩০টা, ম্যানইউ-এভারটন ও আর্সেনাল-ম্যানসিটি, প্রিমিয়ারশিপ (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১) রাত ৮টা, উলভারহ্যাম্পটন-টটেনহ্যাম, প্রিমিয়ারশিপ (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২) বিকাল ৫.৩০টা, রাত ৮টা, রাত ১১টা ও রাত ১.৪৫টা, হেলাস ভেরোনা-টুরিনো, জুভেন্টাস-উদিনসে, রোমা-এসপিএএল ও ফিওরেন্টিনা-ইন্টারমিলান, সিরি এ (সরাসরি, সনি টেন ২) রাত ৮টা, মিলান-সাসুলো, সিরি এ (সরাসরি, সনি টেন ১) রাত ১১টা, শালকে-ফ্রাঙ্কফুর্ট, বুন্দেসলিগা (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২) রাত ৮টা, ব্যাঙ্গালুরু-মুম্বাই, আইএসএল (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সকাল ১০টা, এইচএসবিসি ওয়ার্ল্ড ট্যুর (সরাসরি, স্টার স্পোর্টস ২ এবং ৩)
বেলা ১২.৩০টা, বিকাল ৫.৩০টা, রাত ১০টা ও রাত ১১টা, সনি টেন ১।