চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পৌর মেয়রকে স্মারকলিপি পটিয়ায় নালার পানি নিষ্কাশনের দাবি

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

২৩ নভেম্বর, ২০১৯ | ৫:৩৪ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভায় সরকারিভাবে নির্মিত নালার পানি যথাযথ নিস্কাশন ও জনস্বার্থে মাস্টার প্ল্যান উপস্থাপন করার দাবিতে স্মারকলিপি দিয়েছে পৌরসভার ৩নং ওয়ার্ডের জনসাধারণ। ২১ নভেম্বর দুপুরে পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুন রশিদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। দাবির মধ্যে রয়েছে, শহীদ আবদুস ছবুর রোড, স্টেশন রোড, ক্লাব রোড, এর দুই পার্শ্বে নির্মিত নালার পানি যাতে সরাসরি মরা খালে গিয়ে পড়ে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। আদালত রোডের সামনে (পটিয়া ক্লাব এর দক্ষিণে অগ্রণী ব্যাংকের নীচের অংশ হতে) দিয়ে নির্মিত নালার পানি ওয়াপদা রোডে (সার্কুলার রোড) নির্মিত নালা হয়ে আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনেদিয়ে স্থাপিত নালার সাথে সম্পৃক্ত পূর্বক পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

ড্রেনের পানির এভাবে সুষ্ঠ নিস্কাশনের ব্যবস্থা না করলে বর্ষা মৌসুমে অতি বৃষ্টিতে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হবে। এতে মানুষের স্বাভাবিক জীবন যাপন কষ্টকর হয়ে পড়বে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পটিয়া উন্নয়ন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব বাবুল, পৌরসভা আ.লীগ সভাপতি আলমগীর আলম, পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো. সোলায়মান চৌধুরী, মো. ইকবাল হোসেন সিরাজী, ব্যাংকার মো. ইউছুফ, সোনা মিয়া, সলিমুল্লাহ লিংকন, মো. ইউনুচ, মো. শহিদুল ইসলাম, শাপলা শীল, মো. সাখাওয়াত হোসেন, সত্যজিৎ দেবু ও জসিম উদ্দিন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট