চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বেগম জিয়া, মীর নাছির ও মীর হেলালের মামলার রায় বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ

২৩ নভেম্বর, ২০১৯ | ৪:৪৮ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী এডভোকেট মীর মোহাম্মদ নাছির উদ্দীন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার রায় বহাল রাখার প্রতিবাদে গতকাল ২২ নভেম্বর নগরীর পাহাড়তলী থানায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মো. বাজিবুল হক বাপ্পী, মো. শাহেদ তুষার, মো. ফারুক, মো. আবির, মো.মহিন উদ্দিন, মো. সম্রাট, মো. মামুন, মো. অপু, মো. সংগ্রাম রাজু, মো. আফতাব ও মো. বাবু। এতে বক্তারা বলেন, বাংলাদেশের মুক্তিকামী মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রহর গুণছে। মামলা-হামলা, ষড়যন্ত্র করে জিয়া পরিবারকে স্তব্ধ করা যাবে না। বক্তারা রাজপথে দূর্বার আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট