চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভিক্ষুক মাকে জুস খাইয়ে শিশু চুরি, ৮ মাস পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০১৯ | ৯:৫১ অপরাহ্ণ

নগরীর ইপিজেড থানার বিপরীতে নাবিক কলোনির সামনে মাসের শিশু শুভকে কোলে নিয়ে ভিক্ষা করছিলেন অন্য দিনের মতো শিরিন আক্তার শিশুচোর জাফর সাদেক আফসার ইকবাল হোসেন পথচারীর ছদ্মবেশে থাকা দয়া দেখিয়ে শিরিনকে জুস এগিয়ে দেয়খুশিমনে শিরিন সেই জুস পান করার পর আর কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে যান। পরে জ্ঞান হারিয়ে দেখেন তার কোলের শুভকে হারিয়েছেন তিনি। চলতি বছরের মার্চ মাসে ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়ে নতুন দায়িত্ব পান ইপিজেড থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন। তিনি ও তার টিম চকবাজার, জেলার হাটহাজারী ফটিকছড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে আজ শুক্রবার (২২ নভেম্বর) সকালে শুভকে ফিরিয়ে দেন তার মা শিরিনের কোলে

এসআই কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহভাজন এক ধাত্রীকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ শেষে তার দেয়া তথ্যের ভিত্তিতে এক নার্সের সন্ধানে প্রথমে চকবাজার এলাকায় একটি ক্লিনিকে অভিযান চালানো হয়। কিন্তু চকবাজার এলাকার ওই ক্লিনিক থেকে সে চাকরি ছেড়ে দিলে তথ্যানুযায়ী তার নতুন কর্মস্থলে যায় পুলিশ। পরে তাকে হাটহাজারীতে পাওয়া গেলে তার দেয়া তথ্যানুসারে ফটিকছড়ি উপজেলায় এক প্রবাসী দম্পতির কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পাশাপাশি শিশুটিকে চুরির সাথে সম্পৃক্ত আফসার ইকবালকেও আটক করা হয়েছে

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কোতোয়ালী থানা এলাকা থেকে একটি বাচ্চা চুরি করার কথা স্বীকার করেছে। এর আগে কোতোয়ালী থানায় দায়ের হওয়া অপর একটি মামলায় আফসার ইকবালকে কক্সবাজার থেকে আটক হয়েছিলআফসারের বাড়ি জেলার সাতকানিয়ায় ইকবালের বাড়ি কুমিল্লা জেলায় বলেও পুলিশের এ কর্মকর্তা।

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট