চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

এসজেডএইচএম ট্রাস্ট সচিব এ এন এম এ মোমিনের দাফন

বিজ্ঞপ্তি

২২ নভেম্বর, ২০১৯ | ৭:২৮ অপরাহ্ণ

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (কঃ) ট্রাস্ট’র সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রাক্তন পরিচালক (প্রশাসন) মরহুম এ এন এম এ মোমিনের ৩য় জানাযা আজ শুক্রবার (২২ নভেম্বর) বাদ জুমা তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ এন এম এ মোমিন ৬৭ বছর বয়সে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল ৪টার সময় রাজধানীর মোহাম্মদপুরের মিলেনিয়াম হাসপাতালে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি — রাজিউন)। তাঁর মৃত্যুতে এস জেড এইচ এম ট্রাস্ট’র ম্যানেজিং ট্রাস্টি ও মাইজভা-ার শরিফ গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভা-ারী এবং মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সভাপতি আলহাজ রেজাউল আলী জসিম চৌধুরী শোক প্রকাশ এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়া এসজেডএইচএম ট্রাস্ট ও গাউসিয়া হক মন্জিল পরিবারের সদস্য, মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ নিয়ন্ত্রণাধীন দেশ-বিদেশের শাখা কমিটিসমূহের সদস্যগণ, ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মাইজভা-ারী একাডেমি, সকল শিক্ষা প্রতিষ্ঠান, এসজেডএইচএম যাকাত তহবিল পরিচালনা পর্ষদ, এসজেডএইচএম বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ, আলোকধারা বুক্স ও মাসিক আলোকধারা, মাইজভা-ারী মরমী গোষ্ঠী, তারুণ্যনির্ভর সংগঠন তাজকিয়া, মহিলা সংগঠন ‘আলোর পথে’, ‘দি মেসেজ’সহ সকল সংগঠনের সদস্যবর্গ, মাইজভা-ারী একাডেমির প্রাক্তন সভাপতি ও সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল মহান রাব্বুল আলামিনের দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।-বিজ্ঞপ্তি।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট