২২ নভেম্বর, ২০১৯ | ৫:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
লোহাগাড়ার চুনতিতে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. ইসমাইল (২১)। ইসমাইল বান্দরবানের লামা উপজেলার আজিজনগর মিশন পাড়ার মো. ইব্রাহিমের পুত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) দুপুর পৌনে ২ টায় এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. জাহাঙ্গীর জানান, চুনতি মিডওয়ে হোটেলের অদূরে দুপুর পৌনে ২টার দিকে সীরতুন্নবী মাহফিলে যাওয়ার পথে মোটর সাইকেলকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি দূরপাল্লার বাস। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী মো. ইসমাইল নিহত হন। এসআই জাহাঙ্গীর আরো জানান, গুরুতর আহত অবস্থায় চালক মো. হোসাইনকে হাসপাতালে পাঠানো হয়।
পূর্বকোণ/এম
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৭ |
আসর শুরু | ০৩.৩৪ |
মাগরিব শুরু | ০৫:১৭ |
এশা শুরু | ০৬:৩১ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০৪ |
সুর্যোদয় | ০৬ঃ২৪ |
বেলা ২টা ও সন্ধ্যা ৭টা , রাজশাহী-সিলেট ও ঢাকা-কুমিল্লা (সরাসরি, জিটিভি ও মাছরাঙা) সকাল ১১টা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ১ম টেস্ট, ২য় দিন (সরাসরি, সনি সিক্স) সকাল ১০.৩০টা, পাকিস্তান-শ্রীলংকা, ১ম টেস্ট, ৩য় দিন (সরাসরি, টেন ক্রিকেট ও সনি ইএসপিএন)
রাত ১.১৫টা, হফেনহেইম-অগসবার্গ, বুন্দেসলীগা (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি২) রাত ১১টা, কেরালা-জামসেদপুর (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সকাল ৯টা ও বিকাল ৪টা, বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর (সরাসরি, স্টার স্টোস ১)
সন্ধ্যা ৫.৩০টা, সনি ইএসপিএন।