চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামের জলাবদ্ধতার চলমান প্রকল্প পরিদর্শন

ভালো মানের কাজের জন্য বরাদ্ধ বাড়ানোর আশ্বাস এমপির

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০১৯ | ৪:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনে প্রকল্পের বরাদ্ধ বাড়ানোর আশ্বাস দিয়ে অনুমিত হিসাব কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, কাজের মান ভালো হতে হবে।

আজ শুক্রবার (২২ নভেম্বর) নগরীর জলাবদ্ধতা প্রকল্প পরিদর্শনে আসেন অনুমিত হিসাব কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এ সময় এসব কথা বলেন তিনি। খালের জায়গা দখল করে ভবন নির্মাণকারীদের সমালোচনা করে এমপি বলেন, সংবাদপত্রে খাল দখলকারীদের বিরুদ্ধে লিখতে হবে।

আজ দুপুরে নগরীর প্রবর্তক মোড় এলাকায় জলাবদ্ধতার চলমান প্রকল্প পরিদর্শনের সময় সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড এর প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী ও মেজর রেজুয়ানুল জলাবদ্ধতা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আব্দুস শহীদ এমপিকে জানান। এ সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জলাবদ্ধতার প্রকল্প পরিচালক আহমদ মাইনুদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট