চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম সিএসসিআর হসপিটালে CRT-D স্থাপন

২২ নভেম্বর, ২০১৯ | ২:৪৫ পূর্বাহ্ণ

ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে সিএসপিসআর হাসপাতালে ঈজঞ-উ ডিভাইস শতভাগ সাফল্যের সাথে প্রতিস্থাপিত হয়েছে। গত ১৮ নভেম্বর তাহেরুন্ নেসার শরীরে ঈজঞ-উ স্থাপন হয়। ঈজঞ-উ একটি বিশেষায়িত পেসমেকার, এটি সমন্বিতভাবে একসাথে পেসমেকার ও উবভরনৎরষষধঃড়ৎ এর কাজ করে। একই সাথে মেশিনের মাধ্যমে ঐবধৎঃ ঋধরষঁৎব এর যে সমস্ত রোগী ওষুধের মাধ্যমে উন্নতি হয় না, তাদেরকে এই মেশিন এর মাধ্যমে চিকিৎসা করালে ঐবধৎঃ ঋধরষঁৎব উন্নতি সম্ভব। একই সাথে হঠাৎ মৃত্যুবরণ, অৎৎযুঃযসরধ জনিত মৃত্যুবরণ প্রতিরোধ করা সম্ভব। এটি একটি অত্যাধুনিক চিকিৎিসা ব্যবস্থা। এটি উন্নত বিশে^র একটি চিকিৎসা, যেটি ইতোমধ্যে চট্টগ্রামে সফলভাবে শুরু হয়েছে। চিকিৎসকরা আশাবাদী এই চিকিৎসার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাবে এবং চট্টগ্রামবাসী উপকৃত হবে। ইেিতাপূর্বে রোগীরা উক্ত চিকিৎসার সেবা নিতে সিঙ্গাপুর, ব্যাংকক ও ভারতের উপর নির্ভরশীল ছিল। তবে অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই চিকিৎসা চট্টগ্রামে করা সম্ভ। বহি:বিশে^র তুলনায় স্বল্প খরচে এই চিকিৎসা চট্টগ্রামে সম্ভব। বিশেষজ্ঞরা মনে করেন উক্ত চিকিৎসাসেবা চট্টগ্রামে চিকিৎসার মান আরও একধাপ এগিয়ে নিবে এবং এটি মাইলফলক হিসেবে থাকবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট