চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অতিরিক্ত দামে লবণ বিক্রি দোহাজারীতে চার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

২২ নভেম্বর, ২০১৯ | ২:১৮ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার লবণের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে অতিরিক্ত দামে লবণ বিক্রি করার দায়ে ৪টি মুদির দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত ১৯ নভেম্বর রাতে দোহাজারী পৌরসভা বাজারে অভিযান পরিচালনা করে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. ন. ম বদরুদ্দোজা। জানা যায়, ‘লবণের কেজি ২শ টাকা হবে’ হঠাৎ করেই এমন গুজব ছড়িয়ে পড়ে উপজেলার বিভিন্ন হাট-বাজারে। সেই গুজবে দোকানে লবণ কিনতে ভিড় করেন সাধারণ মানুষ। গ্রামের বাজার থেকে হঠাৎ উধাও হয়ে যায় লবণ। মুহূর্তের মধ্যে ৩০ টাকা কেজি লবণ ৪০ থেকে ৮০ টাকা, কোথাও কোথাও ১০০ টাকায় বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অভিযান পরিচালনা করে ৪ ব্যবসায়ীকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করেন। এদের মধ্যে দোহাজারী বাজারের শাহ মোহছেন আউলিয়া স্টোরের মালিক মো. আরজুকে ৫,০০০ টাকা, দেলোয়ার স্টোরের মালিক দেলোয়ারকে ৫০০০ টাকা, মাসুম সুপার স্টোরের মালিক আরিফুল ইসলামকে ৫,০০০ টাকা ও শাহ তৈয়্যবিয়া স্টোরের মালিক আবু ছিদ্দিককে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। পরে বিভিন্ন বাজারে পথসভার মাধ্যমে সবাইকে গুজবে কান না দেয়ার জন্য অনুরোধ জানান তিনি। এ সময় দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট