চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাউজানে ঈদে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

পৃথিবীতে শান্তির নিশ্চয়তা মহানবীর আদর্শে

২২ নভেম্বর, ২০১৯ | ২:১৮ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন সামাজি সংগঠনের উদ্যোগে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল। আয়োজিত মাহফিলে বক্তারা বলেন, আজ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছে অশান্তির বাতাস। এই অশান্তি থেকে মুক্তি পেতে হলে আমাদের দৈনন্দিন জীবনে মহানবী (স.) এর আদর্শকে মেনে চলতে হবে। তাহলে আবার পৃথিবীজুড়ে শান্তি বিরাজ করবে।

পাহাড়তলী চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতি: নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনের উদ্যোগে ব্রাদার্স কনভেনশন হলে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ১৯ নভেম্বর। পাহাড়তলী ইউপি চেয়ারম্যান ও চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রোকন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। প্রধান বক্তা ছিলেন মাওলানা সিহাব উদ্দিন সুলতানি। উদ্বোধক ছিলেন অধ্যক্ষ আল্লামা আবু মোস্তাক আলকাদেরী। সংগঠনের সাধারণ সম্পাদক এসএএম রুবেলের তত্ত্ববধানে ও হানিফ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুন্নবী, ফজলে আকবর, অলিউর রহমান, প্রফেসর জামাল উদ্দিন, মো. হানিফ, হাজী মমতাজ, ইলিয়াছ মাহমুদ, মাহাফুজুল হক মেম্বার, লিয়াকত আলী, মো. ইব্রাহিম, আবদুল মাবুদ খান, মো. একরাম, যুবলীগ নেতা নাহিদ হোসেন, ছাত্রনেতা ওয়াহিদ মামুন, গাজী হাছান নয়ন প্রমুখ।

শেখপাড়া ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন পরিষদ: নিজস্ব সংবাদদাতা জানান, রাউজানের পাহাড়তলীস্থ সংগঠনের উদ্যোগে পাহাড়তলী নজরুল ক্লাবের সার্বিক সহযোগিতায় তিন দিনব্যাপী মাহফিল সম্পন্ন হয়েছে গত ১৭ নভেম্বর। পাহাড়তলী খাদেমুল ইসলাম সুন্নিয়া মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত মাহফিলের প্রথম দিবসে সভাপতি ছিলেন ক্লাবের সভাপতি রেজাউল করিম চৌধুরী (বাচা), প্রধান অতিথি ছিলেন ওবাইদুল মোস্তাফা নঈমী আশরাফী। জিকিরে মোস্তফা (দ.) পরিবেশন করেন এহছান কাদের ও জিয়াউল হোসেন চৌধুরী। দ্বিতীয় দিবসে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি মমতাজ মিয়া। প্রধান অতিথি ছিলেন মুফতি জসিম উদ্দিন আল-আজহারী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুন্নবী। আলোচক ছিলেন আল্লামা জয়নাল আবেদী আলকাদেরী, কাজী মাহমুদুল হক আলকাদেরী, খতিব মাওলানা আবদুস সালাম। তৃতীয় দিবসে সভাপতিত্ব করেন পরিষদের উপদেষ্ঠা আব্দুল মান্নান শাহ্ সওদাগর। শওকত আলী ইমন ও গাজী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন। আলোচক ছিলেন আল্লামা আব্দুল আজিজ রজভী, আল্লামা এমদাদুল হক, খতিব আল্লামা সিহাব উদ্দিন সুলতানী। সংবর্ধিত অতিথি ছিলেন শেখ নবী। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্ঠা ডা. হেদায়েতুল করিম সুমন, মাওলানা ফরিদুল আলম বদরী, মাওলানা হাফেজ এসকান্দর, ছৈয়দ নাছিম, রেজা শাহ্, নুরুল আলম কোম্পানী, সাংবাদিক গাজী জয়নাল আবেদীন যুবায়ের প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট