চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

টেকনাফে মিষ্টিবনসহ ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

টেকনাফ সংবাদদাতা

২১ নভেম্বর, ২০১৯ | ১১:৩৯ অপরাহ্ণ

টেকনাফের হ্নীলা উপজেলায় মিষ্টিবনসহ চারটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুরের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে হ্নীলা বাস স্টেশন মাদ্রাসা মার্কেটের ইদ্রিসের মালিকানাধীন মিষ্টিবনকে ১০ হাজার টাকা, মৌলভীবাজারের ছৈয়দ নূরের মালিকানাধীন রড সিমেন্টের দোকানকে ১৫ হাজার টাকা, বেলালের মালিকানাধীন মা-বাবার দোয়া ওয়ার্কসপকে ২৫ হাজার টাকা ও রড সিমেন্টের দোকানি বেলাল উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল মনসুর জানান, জনস্বাস্থ্য রক্ষা এবং বাজার নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ-কাশেম-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট