চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্ত্রী হত্যা : স্বামীকে মৃত্যুদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০১৯ | ১০:৫৮ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকাও জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজা মো. আলমগীর হোসেন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি রবিউল ইসলাম (২৫)মহালছড়ি উপজেলার কেয়াংঘাট ইউনিয়নের নতুন পাড়া এলাকার বাসিন্দা।

আদালতের পিপি বিধান কানুনগো মামলার নথির বরাত দিয়ে জানান, ২০১৬ সালের ২৫ অগাস্ট রাতে মহালছড়ি উপজেলার কেয়াংঘাট ইউনিয়নের নতুন পাড়া এলাকায় স্ত্রী ময়না আক্তারকে (১৯) শ্বাসরোধ করে হত্যা করে রবিউল পালিয়ে যান। পরে নিহত ময়নার বাবা মাইনুল হক রবিউলসহ অজ্ঞাত চার-পাঁচজনের বিরুদ্ধে মহালছড়ি থানায় মামলা করেন। ঘটনার তিন মাস পর শুধু রবিউলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

পিপি বিধান আরো বলেন, আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রবিউলকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা করেছে। আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বাদিপক্ষ।

 

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট