চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাল্যবিবাহ : জরিমানা গুনলেন কনের বাবা-বর

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০১৯ | ৯:১৮ অপরাহ্ণ

নগরীর বাকলিয়ায় একটি কমিউনিটি সেন্টারে বাল্যবিবাহ ঠেকিয়ে বর ও মেয়ের বাবাকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বরে) দুপুরে তুলাতলী এলাকার ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় এই বিয়ের অনুষ্ঠানের।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার বলেন, নবম শ্রেণি পড়ুয়া ওই মেয়ের বিয়ের সংবাদ জানতে পারার পরপরই ঘটনাস্থলে গিয়ে আমরা এ বাল্যবিবাহ আয়োজনের সত্যতা পাই। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে বর ছগির আহমেদকে ৫০ হাজার টাকা ও কনের পিতা নজরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ওই কমিউনিটি সেন্টারে পটিয়া উপজেলার চরকানাই এলাকার মোহাম্মদ নজরুল ইসলামের ১৫ বছর বয়সী কিশোরী মেয়ের সঙ্গে কর্ণফুলী উপজেলার শাহমীরপুর এলাকার হাফেজ ছগির আহমদ খোকনের (৩২) বিয়ে হওয়ার কথা ছিল।

 

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট