২১ নভেম্বর, ২০১৯ | ৫:১০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক
নগরীর এমইএস কলেজের সামনে ছুরিকাঘাতে জাকির হোসেন সানি (১৮) খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
তারা হলো- আনিসুর রহমান (৩০) ও মো. মামুন (৩০)। তারা জাকির হোসেন সানি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে পাঁচলাইশ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. মোশাররফ হোসেন জানান, জাকির হোসেন সানি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আনিসুর রহমান ও মামুন হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার তারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট এমইএস কলেজের সামনে ছুরিকাঘাতে খুন হন জাকির হোসেন সানি। এ ঘটনায় সানির বড় বোন মাহমুদা আক্তার বাদি হয়ে সাতজনের নাম উল্লেখ করে খুলশী থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- সৌরভ ঘোষ (২০), সৈয়দ সাফাত কায়সার (১৯), রবিউল (১৯), তুষার (২২), আনিসুর রহমান (৩০), আয়াতুল হক (২০) ও মো. মামুন (৩০)। এছাড়া আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
পূর্বকোণ/পিআর
সোমবার, ০৯ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৫ |
আসর শুরু | ০৩.৩৩ |
মাগরিব শুরু | ০৫:১৬ |
এশা শুরু | ০৬:৩০ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০২ |
সুর্যোদয় | ০৬ঃ২২ |
রাত ২টা, ওয়েস্টহ্যাম ইউনাইটেড-আর্সেনাল, প্রিমিয়ারশিপ (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট ১) রাত ৮টা, জামশেদপুর- চেন্নাই, আইএসএল (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সকাল ১০টা, অন্ধ্র-বিদর্ভা, রঞ্জি ট্রফি (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সকাল ১০.৩০টা, বেলা ২.৩০টা, সন্ধ্যা ৭.৩০টা ও রাত ১২টা, সনি ইএসপিএন বেলা ১২টা, বেলা ২.৩০টা, বিকাল ৫.৩০টা ও রাত ৯.৩০টা, সনি টেন ১।