চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চকবাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে টং দোকান

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০১৯ | ১১:০১ পূর্বাহ্ণ

নগরীর চকবাজার অলি খাঁ মসজিদের পাশে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি টং দোকান।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকেঅলি খাঁ মসজিদের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দীন।

তিনি জানান, সিলিন্ডার গ্যাস দিয়ে চা বানাতে গিয়ে টং দোকানটির চুলা থেকে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনপুরা ইউনিটের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয়রা জানান, যানজটপ্রবণ এলাকা চকবাজারে সড়কের পাশে, ফুটপাতে গড়ে ওঠা টং দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার গ্যাস দিয়ে চা-নাস্তা বানিয়ে বিক্রি করা হচ্ছে দীর্ঘদিন ধরে। এসব দোকান থেকে প্রায় সময়ই ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। এটি সাধারণ জনগণ এবং পথচারীদের খুবই বিপদজ্জনক। এ ধরনের দুর্ঘটনায় প্রাণহানিও হতে পারে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট