২১ নভেম্বর, ২০১৯ | ৩:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নগরীর দুই স্থানে পূবালী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনায় দুই থানায় আলাদা আলাদা মামলা দায়ের করেছেন সংশ্লিষ্ট ব্যাংক শাখার ব্যবস্থাপক গণ। গতকাল বুধবার চৌমুহনী মোড়ে ফারুক চেম্বারের নিচে থাকা পূবালী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেছে ব্যাংক কর্তৃপক্ষ। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন,
বুধবার ডবলমুরিং থানায় বাদি হয়ে মামলাটি করেন পূবালী ব্যাংক আগ্রাবাদ শেখ মুজিব রোড শাখার ব্যবস্থাপক মো. শাহেদ আলী। অজ্ঞাত দুই ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়।
অন্যদিকে চকবাজার থানা এলাকায় পূবালী ব্যাংকের চট্টগ্রাম কলেজ শাখার এটিএম বুথ থেকে একই কায়দায় টাকা চুরির ঘটনায় আরও একটি মামলা দায়ের করেছেন পূবালী ব্যাংকের চট্টগ্রাম কলেজ শাখার ব্যবস্থাপক মিনহাজ উদ্দিন সারোয়ার। চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. রিয়াজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৭ |
আসর শুরু | ০৩.৩৪ |
মাগরিব শুরু | ০৫:১৭ |
এশা শুরু | ০৬:৩১ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০৪ |
সুর্যোদয় | ০৬ঃ২৪ |
বেলা ২টা ও সন্ধ্যা ৭টা , রাজশাহী-সিলেট ও ঢাকা-কুমিল্লা (সরাসরি, জিটিভি ও মাছরাঙা) সকাল ১১টা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ১ম টেস্ট, ২য় দিন (সরাসরি, সনি সিক্স) সকাল ১০.৩০টা, পাকিস্তান-শ্রীলংকা, ১ম টেস্ট, ৩য় দিন (সরাসরি, টেন ক্রিকেট ও সনি ইএসপিএন)
রাত ১.১৫টা, হফেনহেইম-অগসবার্গ, বুন্দেসলীগা (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি২) রাত ১১টা, কেরালা-জামসেদপুর (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সকাল ৯টা ও বিকাল ৪টা, বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর (সরাসরি, স্টার স্টোস ১)
সন্ধ্যা ৫.৩০টা, সনি ইএসপিএন।