চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পণ্য ডেলিভারি না হলেও বন্দরের কাজে ছিল স্বাভাবিক গতি

পণ্য পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০১৯ | ৩:০৮ পূর্বাহ্ণ

অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘটের কারণে গতকাল সকাল থেকে চট্টগ্রাম বন্দরের পণ্য নিয়ে কোন ট্রাক, কাভার্ড ভ্যান বা প্রাইম মুভার বের হয়নি।

তবে বন্দরের অভ্যন্তরীণ পণ্য উঠানামার কাজ স্বাভাবিক ছিল। সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের প্রতিবাদে চলা ধর্মঘটে পণ্য পরিবহন শ্রমিকেরা পণ্য ডেলিভারির কার্যক্রম বন্ধ রাখে। কিন্তু বন্দরের ভেতরে বার্থ অপারেটরেরা তাদের কাজ স্বাভাবিক রেখেছে। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক পূর্বকোণকে জানান, ‘পণ্য পরিবহন ধর্মঘটে বন্দর থেকে কোন পণ্য ডেলিভারি না হলেও বন্দরের কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলেছে। বন্দরের অভ্যন্তরে ইয়ার্ডগুলোতে পর্যাপ্ত জায়গা আছে।

ধর্মঘট চলমান থাকলেও পণ্য উঠানামায় আরো তিন চারদিন কোন প্রভাব পড়বে না।’ বন্দরের পরিচালক (ট্রাফিক) এনামুল করিম জানান, ‘চট্টগ্রাম বন্দরে বর্তমান কন্টেইনার ধারণক্ষমতা হলো ৪৯ হাজার ১৮ টিইউএস (২০ ফুটের কন্টেইনার সমান ১ টিইউএস)। গতকাল বুধবার সকাল পর্যন্ত বন্দরের ভেতরে ৩৪ হাজার টিইউএস কন্টেইনার ছিল। সে হিসেবে ধর্মঘট চলমান থাকলেও বন্দরের কার্যক্রমে আরো ৫/৬দিন কোন প্রভাব পড়বে না’।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট