চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সভা

২১ নভেম্বর, ২০১৯ | ২:২৮ পূর্বাহ্ণ

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির উদ্যোগে গতকাল বুধবার রিহ্যাব কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী। সভায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসের জন্য নিজস্ব অফিস স্পেস ক্রয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২০ আয়োজন প্রসঙ্গে আলোচনা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন রিহ্যাব এর পরিচালক এবং রিজিওনাল কমিটির কো- চেয়ারম্যান-১ ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, পরিচালক এবং রিজিওনাল কমিটির কো- চেয়ারম্যান-২ মাহবুব সোবহান জালাল তানভীর, রিজিওনাল কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, রেজাউল করিম, মো. নাজিম উদ্দিন এবং মো. মোরশেদুল হাসান এবং ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দিন। ফ্ল্যাট এবং বাড়ি নির্মাণে গৃহঋণের সীমা ২ কোটি টাকা পর্যন্ত বর্ধিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় । বক্তারা বলেন ক্রমবর্ধমান চাহিদা এবং বাস্তবতা বিবেচনা করে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ সত্যিই প্রশংসার দাবিদার। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়েই লাভবান হবেন। তবে অধিকাংশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে গৃহঋণের সুদ হার ডাবল ডিজিটে বিদ্যমান। সরকারের পক্ষ থেকে বারবার উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত গৃহঋণের সুদহার সিঙ্গেল ডিজিট না হওয়ায় রিহ্যাব এর পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট