চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিপিডিএল’র বু বু ওয়ার্ল্ড শিশুর পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র

২১ নভেম্বর, ২০১৯ | ২:২৮ পূর্বাহ্ণ

বু বু ওয়ার্ল্ড, শিশুদের জন্য একটি পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র। নগরীর এস এস খালেদ রোড, জামাল খানে সিপিডিএল চৌধুরী হাইটসের নীচতলায় অবস্থিত

শিশুদের এই সামাজিক ক্লাবটি পরিকল্পিত হয়েছে তাদের জন্য অনেক অনেক খুশি আর আনন্দের ঝাঁপি নিয়ে। গতকাল বুধবার ইউনিভার্সেল চিলড্রেন’স ডে -২০১৯ উপলক্ষে বু বু ওয়ার্ল্ডকে সাজানো হয়েছিলো। আমন্ত্রণ জানানো হয়েছিলো চন্দনাইশ এর কাঞ্চননগরের স্বপ্ননগর বিদ্যা নিকেতনের ৬০ জন কোমলমতি শিশুদের এবং তাদেরকে সুযোগ করে দেয়া হয়েছিলো বু বু ওয়ার্ল্ডের স্বপ্নের রাজ্যে হারিয়ে যাওয়ার। প্রত্যন্ত অঞ্চলের এই শিশুদের কে অত্যাধুনিক এই সেবা প্রতিষ্ঠানের অভিজ্ঞতা নেয়ার সুযোগ করে দেয়া হয়েছিলো বিশ্ব শিশু দিবসের মূল ভাবনা কে শ্রদ্ধা জানিয়ে, সকল শিশুর জন্য সাম্য ভাবনা কে বিবেচনায় রেখে বু বু ওয়ার্ল্ডের সমস্ত আয়োজন সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করার সুযোগ করে দেয়া হয়েছিলো।বর্তমান নাগরিক ব্যস্ততা ও পাবলিক পার্ক ও খেলাধুলার স্থানাভাবে শিশুদের দুরন্ত শৈশব আজ হারাতে বসেছে। এই বাস্তবতায় জন্ম হয়েছে বু বু ওয়ার্ল্ড এর।

এখানে প্রতিটি শিশু যতক্ষণ ইচ্ছা খেলা করতে পারবে, কিডক্যানডু নামক মজার শেখার ভূবনে করতে পারবে আঁকিবুঁকি, মজার বিজ্ঞান চর্চা, জুম্বা বা ইয়োগা’র এই জগতে ইচ্ছে ঘুড়ি টাকে যেভাবে ইচ্ছে সেভাবে উড়াতে পারবে, মনটাকে ছুটি দিতে পারবে, হারিয়ে যেতে পারবে আপন সুখে।কেক কেটে দিবসটির সূচনা করেন বু বু ওয়ার্ল্ড এর স্বত্ত্বাধিকারী সিপিডিএল পরিবারের এমডি এন্ড সিইও ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন। পরিচালক রেজাউল করিম, চীফ বিজনেস অফিসার জিয়াউল হক খান সহ বু বু ওয়ার্ল্ড ও সিপিডিএল পরিবারের অন্যান্য কর্মকর্তাবৃন্দ আয়োজনে উপস্থিত ছিলেন। এছাড়া স্বপ্ননগর বিদ্যা নিকেতনের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট