চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন চকরিয়ায়

নিজস্ব সংবাদদাতা, চকরিয়া-পেকুয়া

২১ নভেম্বর, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন’ প্রতিপাদ্যে চকরিয়ায় দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে গত ১৯ নভেম্বর।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আয়কর মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম। কর অঞ্চল-৪’র চট্টগ্রামের আয়োজনে এবং অতিরিক্ত কমিশনার মুহাম্মদ মফিজ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল-৪’র কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জেসমিন হক চৌধুরী জেসি প্রমুখ। এ সময় বক্তরা বলেন, আয়কর প্রদান জনগণের নৈতিক দায়িত্ব। একটি দেশের উন্নয়নের অন্যতম মাধ্যম হচ্ছে আয়কর প্রদান। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে আয়কর প্রদান করি তাহলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট