চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সীতাকু-ে বছরব্যাপী সেবা বিনামূল্যে ডায়াবেটিসের চিকিৎসা দিচ্ছে মডার্ন হসপিটাল

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-

২১ নভেম্বর, ২০১৯ | ২:০৫ পূর্বাহ্ণ

উপজেলার মডার্ন হসপিটাল লিমিটেড গত একবছর যাবত বিনামূল্যে ডায়বেটিসের চিকিৎসা দিয়ে আসছে। শুক্রবার ব্যতীত সপ্তাহে ৬ দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। ফলে অনেক রোগীই এই সেবা পেয়ে উপকৃত হচ্ছেন।

গত ১৯ নভেম্বর হাসপাতালটির বিনামূল্যে ডায়বেটিস চিকিৎসা কার্যক্রমের জন্য স্থাপিত ডায়াবেটিক সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা জানান প্রতিষ্ঠানটির এমডি মো. খালেদ মোশারফ। তিনি বলেন, আমরা শুধু রোগীদের চিকিৎসা নয়, পরীক্ষাগুলোর ক্ষেত্রে ৩০ শতাংশ ছাড় দিচ্ছি। ভবিষ্যতে তাদেরকে আরো অধিক সেবা প্রদানের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মো. ইফতেখার উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাবেক সভাপতি ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম হেদায়েত, সহ-সভাপতি জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি, হাসপাতালের পরিচালক ইমাম হোসেন স্বপন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট