চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জিয়া হায়দার’র জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা

চবি’র শহরস্থ ক্যাম্পাসে জিয়া হায়দার মুক্তমঞ্চ প্রতিষ্ঠার দাবি

২১ নভেম্বর, ২০১৯ | ১:২৩ পূর্বাহ্ণ

অধ্যাপক জিয়া হায়দারের ৮৩তম জন্মবার্ষিকী ছিল গত ১৮ নভেম্বর। এদিন সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি হলে ‘নাটকের মানুষ জিয়া হায়দার’ শীর্ষক আলোচনা সভা এবং তাঁর সৃষ্টি সম্ভার থেকে উপস্থাপনা অনুষ্ঠানের আয়োজন হয়। জিয়া হায়দার ফাউন্ডেশন ও চট্টগ্রাম শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আলোচক ছিলেন অধ্যাপক ফউজুল কবির, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি নাট্যজন খালেদ হেলাল এবং চট্টগ্রাম বেতারের প্রযোজক মাইনুদ্দীন সোহেল। ফাউন্ডেশনের সদস্য মোস্তফা কামাল যাত্রার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নাট্যজন মোসলেম উদ্দিন সিকদার। নাটকের মানুষ জিয়া হায়দার বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জিয়া হায়দার ফাউন্ডেশনের সদস্য জেনারেল রিজোয়ান রাজন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমির কার্যকরী পর্ষদের সেক্রেটারি সাইফুল আলম। সভায় বক্তারা চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শহরস্থ ক্যাম্পাস তথা চারুকলা ইনিস্টিটিউটে অধ্যাপক জিয়া হায়দার মুক্তমঞ্চ প্রতিষ্ঠার মাধ্যমে তাঁকে স্মরণীয় করে রাখা এবং শিল্পকলা একাডেমি কেন্দ্রিক নাট্যদলগুলোর উদ্যোগে বছরে একটি জিয়া হায়দারের নামে নাট্য উৎসবের আয়োজন করার দাবি জানান।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট