চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বঙ্গবন্ধু একাডেমির স্মরণসভায় ড. অনুপম সেন

কবি সুফিয়া কামাল ছিলেন মুক্তচেতনার সংগ্রামী নারী

২১ নভেম্বর, ২০১৯ | ১:২৩ পূর্বাহ্ণ

কথাসাহিত্যিক কবি সুফিয়া কামালের ২০ তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক ড. অনুপম সেন বলেছেন, অন্ধকার পথকে আলোকিত করার জন্য আজীবন সংগ্রাম করেছেন কবি সুফিয়া কামাল।কবি সুফিয়া কামালের কবিতা ও সাহিত্যের চেতনাকে ব্যাপকভাবে সমৃদ্ধ করার জন্য তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান বক্তার বক্তব্যে মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেন মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে লালন করতেন কবি সুফিয়া কামাল। বিশেষ অতিথির বক্তব্যে ড. আনোয়ারা আলম বলেন অন্ধকার যুগের মানুষকে শিক্ষায় সুশিক্ষিত করার দীপ্ত শপথে কবি সুফিয়া কামাল নিরলস কাজ করে গেছেন। তিনি বেগম সুফিয়া কামালের স্মৃতিকে ধরে রাখার জন্য তাঁহার জন্ম ও মৃত্যু দিবসগুলো জাতীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বঙ্গবন্ধু একাডেমি চট্টগ্রাম মহানগরের সভাপতি মুক্তিযোদ্ধা ফজল আহমদ এর সভাপতিত্বে আলী আহমদ শাহীনের সঞ্চালনায় মুল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বদেশের যুগ্ম সম্পাদক কবি আবু তাহের মুহাম্মদ, মহানগর মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বেগম মমতাজ খান, চসিক কাউন্সিলর নীলু নাগ, ১৪ দলীয় জোট নেতা স্বপন সেন, শ্রমিক নেতা ছিদ্দিকুল ইসলাম, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি এড.মুহাম্মদ মুছা, শিশু সংগঠক মাহবুবুর রহমান, শিল্পী দীপেন চৌধুরী, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়য়া।সভায় উপস্থিত ছিলেন হুরে আরা বিউটি, ফাতেমা আক্তার, নুর নাহার ইউনুছ নিপা, প্রশান্ত বড়–য়া, পারভীন আক্তার চৌধুরী, তাহেরা খাতুন, শেখ আব্দুল্লাহ, হাজী ইউনুছ, মোশারফ হোসেন রুনু প্রমুখ। কবি সুফিয়া কামাল স্মারক সম্মাননা ১০ ব্যক্তিকে প্রদানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট