চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

চসিক প্রকৌশলীর বিরুদ্ধে স্ত্রীর নামে ব্যবসা পরিচালনার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০১৯ | ১০:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মো. কামাল হোসেন নামের এক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলীর স্ত্রীর মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ব্যবসা পরিচালনার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৯ নভেম্বর) এ চিঠি দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. এমদাদুল হক চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, কামাল হোসেনের স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠান হচ্ছে ‘মেসার্স এ এইচ এন্ড এ বি ইঞ্জিনিয়ার্স’। এই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অভিযুক্ত কামাল হোসেন ঠিকাদারি ব্যবসা পরিচালনা করছেন। যা চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্মচারী (চসিক) বিধিমালা, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ও স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।

সিটি কর্পোরেশন সচিব আবু শাহেদ চৌধুরী মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ওই প্রকৌশলীর বিরুদ্ধে এখন বিভাগীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট