চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মার্কেন্টাইল ব্যাংকের এন্টি মানি লন্ডারিং বিষয়ক প্রশিক্ষণ

২০ নভেম্বর, ২০১৯ | ২:২৬ পূর্বাহ্ণ

মার্কেন্টাইল ব্যাংক সম্প্রতি চট্টগ্রামে প্রিভেনশন অব মানি লন্ডারিং এন্ড কমবেটিং ফিন্যান্সিং এগেইনস্ট টেরোরিজম শীর্ষক প্রশিক্ষণ আয়োজন করে। কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান এবং ৪২ টি শাখার ম্যানেজার ও ম্যানেজার অপারেশনসগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের নির্বাহী পরিচালক এ. কে.এম. মহিউদ্দিন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সটি উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি আঞ্চলিকভিত্তিতে এ ধরণের প্রশিক্ষণ আয়োজনের জন্য মার্কেন্টাইল ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মানি লন্ডারিং ও সন্ত্রাস প্রতিরোধে আইনগত ও বিধিবদ্ধ নির্দেশনাবলী যথাযথভাবে পরিপালনের জন্য উপস্থিত কর্মকর্তাগণকে পরামর্শ দেন। প্রশিক্ষণে বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসের যুগ্ম পরিচালক মো. রেজাউল করিম, মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি শামীম আহমেদ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট