চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে চসিক চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা

২০ নভেম্বর, ২০১৯ | ২:২৫ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশন এলাকায় হতদরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে কুষ্ঠ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে চসিকে কর্মরত জোনাল মেডিকেল অফিসার, মেডিকেল অফিসারদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী। সভাপতির বক্তব্যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, হতদরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে কুষ্ঠ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে, তাই চট্টগ্রাম শহরে অন্যান্য জেলার চেয়ে কুষ্ঠ রোগীর সংখ্যা অনেক কমে গেছে। তিনি বলেন, কুষ্ঠ রোগে আক্রান্ত হলে ভয়ের কোন কারণ নেই, সঠিক চিকিৎসার মাধ্যমে কুষ্ঠ রোগ ভাল হয়। কুষ্ঠ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেডিকেল অফিসারগণকে তাদের কর্মস্থলে প্রচার করার আহ্বান জানান তিনি।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট