চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

প্রাক্কলিত ব্যয় ২৯ কোটি টাকা

গার্ডার সেতুসহ উন্নয়নকাজ শীঘ্রই শুরু

বান্দরবান রোয়াংছড়ি-ব্যাঙছড়ি সড়ক নির্মাণ প্রকল্প গাছবাড়িয়া হাই স্কুলে এমপি নজরুল গুণগত শিক্ষার বিকল্প নাই

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

২০ নভেম্বর, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য গুণগত শিক্ষার বিকল্প নাই।

উপজেলার গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গত ১৬ নভেম্বর বিকেলে তিনি একথা বলেন। এমপি আরো বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় আধুনিক শিক্ষার ছোঁয়া লেগেছে। জীবন গঠনের জন্য সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করায় মনোনিবেশ সৃষ্টি করতে হবে। দক্ষ জনসম্পদ গঠনে সুশিক্ষিত জাতি গঠনের বিকল্প নাই। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম বদরুদ্দোজার সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা ও আ. লীগ নেতা শেখ টিপু চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ। আলোচক ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. মতিন, বিদায়ী শিক্ষক আবুল কালাম চৌধুরী, রতন বিকাশ চৌধুরী, শিক্ষক যথাক্রমে মো. শাহজাহান আজাদ, আইয়ুব আলী, মৌলানা নুরুল ইসলাম, মিতা বড়ুয়া, রনজিত কুমার দে, কামরুল ইসলাম, হামিদা বিনতে মাহবুব, মো. ফোরকান, মৌলানা শাহীন হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট