চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

পিইসিই বিদায় সংবর্ধনায় বক্তাদের অভিমত

সুনাগরিক হতে সুশিক্ষিতের প্রয়োজন

মফস্বল ডেস্ক

২০ নভেম্বর, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় বক্তারা বলেন, সুদক্ষ নাগরিক হতে হলে পড়ালেখা শিখে সুশিক্ষিত হওয়ার বিকল্প নেই। শুধু শিক্ষিত হলেই হবে না। আমাদের মধ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধি, বিবেক বোধকে জাগ্রত করতে এবং সমাজ ও দেশের স্বার্থবিরোধী সকল কার্যক্রম থেকে দূরে থাকতে হবে।

অলিমিয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, রাউজান উপজেলা মধ্যম আধার মানিকস্থ প্রতিষ্ঠানটির উদ্যোগে পিইসি সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে সম্প্রতি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়ের ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও ইউপি সদস্য দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোরকান মিয়া, অভিভাবক সদস্য আবুল কদর, জাহেদুল আলম, সহকারী শিক্ষক মিতাশ্রী দে, জসিম উদ্দিন, হাসিনা বেগম, সংগিতা চক্রবর্তী, প্রিয়াংকা বড়ুয়া, লাকী আকতার, পম্পী বিশ্বাস ও সুপর্ণা চক্রবর্তী।

কৈয়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়: পটিয়াস্থ প্রতিষ্ঠানটির উদ্যোগে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ১৪ নভেম্বর। সহকারী প্রধান শিক্ষিকা রিনা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির দাতা সভাপতি এমদাদ হোসেন। শিক্ষিকা লুৎফুন নাহার জলির সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ফিরোজ খান নুন, সোহেল, ফরিদ আহম্মদ, স্কুল শিক্ষিকা সুমিতা সেন, লিজা দাশ, উম্মে সালমা, রীতা ভট্টাচার্য্য প্রমুখ।
পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, চন্দনাইশ পৌরসভাস্থ বিদ্যালয় মিলনায়তনে পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয় গত ১৬ নভেম্বর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আ.লীগ নেতা শেখ টিপু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য সেলিম চৌধুরী, ফরিদুল ইসলাম চৌধুরী, ওবায়দুল করিম বাহাদুর প্রমুখ। শেষে প্রধান অতিথি শেখ টিপু চৌধুরীর নিজের অর্থায়নে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী তুলে দেন।

পুঁইছড়ি কাদেরিয়া প্রাথমিক বিদ্যালয়: বাঁশখালী উপজেলার বিদ্যালয় মিলনায়তনে পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। উদ্বোধক ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নোমান কাদের চৌধুরী। প্রধান শিক্ষক শহীদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুঁইছড়ি কাদেরিয়া এলামাইন এসোসিয়েশনের সভাপতি এস.এম মুজিবুর রহমান চৌধুরী। মিঠুন কান্তি সুশীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুঁইছড়ি কাদেরিয়া এ্যালামাইন এসোসিয়েশনের সহ-সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, আবু তাহের, কাইছারুল ইসলাম, রেজাউল করিম বাদশা, মোর্শেদা বেগম, মিনহাজ উদ্দীন, আজাদুর রহমান হিরু, আব্দুর রশীদ, বাবুল, আকতার হোসেন বাবুল, নেজাম উদ্দিন, নাছির উদ্দিন, ওসমান গণি, দুর্গাপদ দাশ, সোহেল ও দিলতাজ আক্তার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজানা ইয়াছমিন। কোরআন তেলাওয়াত করেন মো. শহীদ। বিদায়ী শিক্ষার্থীদের মানপত্র পাঠ করেন নাভিলা তাবাচ্ছুম বিভোর ও তুহিয়া জান্নাত জেকি। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মিনহাজ উদ্দীন।

আকুবদ-ী সরকারি প্রাথমিক বিদ্যালয়: বোয়ালখালী উপজেলার ৪৮ নং আকুবদ-ীস্থ বিদ্যালয়ে পিইসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রাশেদুল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পোপাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস এম জসিম উদ্দিন চেয়ারম্যান। প্রধান বক্তা ছিলেন স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি সৈয়দ মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন স্কুল কমিটির সভাপতি এস এম সাইফুদ্দিন, নুর মোহাম্মদ, সহকারী শিক্ষক মানস কান্তি চৌধুরী, সহকারী শিক্ষক শ্যামল, আবু তৈয়ব, আরিফ প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট