১৯ নভেম্বর, ২০১৯ | ১০:৫৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
নগরীর পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটার সময় পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- অহিদা (২৫) ও সিরাজুল ইসলাম (৫৩)।
আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, আজ দুপুরে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অহিদা নামের এক রোহিঙ্গা শরণার্থী পাসপোর্ট করতে এলে প্রয়োজনীয় কাগজপত্র সন্দেহজনক ও রোহিঙ্গা সফটওয়ারে যাচাইকালে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং হওয়ায় তাকে আটক করা হয়। এছাড়া অহিদাকে পাসপোর্ট করার কাজে সহযোগিতা করার জন্য বাকলিয়া চাক্তাই এলাকার স্থানীয় মরহুম হাজী আবুল হোসেনের পুত্র মো. সিরাজুল ইসলামকে আটক করা হয়। পরে তাদেরকে পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ-রাশেদ
The Post Viewed By: 235 People