১৯ নভেম্বর, ২০১৯ | ৩:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যাত্রা শুরু করেছে অনলাইন মার্কেট প্লেস বিপ্রোপার্টি ডটকম লিমিটেড। সম্পত্তি ক্রয় বিক্রয় এবং ভাড়া দেয়ার এই অনলাইন মার্কেট প্লেসটি আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় খুলশীতে তাদের নতুন কার্যালয় উদ্বোধন করে।
বিপ্রোপার্টি সিইও মার্ক নসওয়ার্দি বলেন, প্রযুক্তির ব্যবহার করে রিয়েল এস্টেট খাতকে রূপান্তরিত করছে দেশের সবচেয়ে বড় রিয়েল এস্টেট মার্কেট প্লেস বিপ্রোপার্টি ডটকম। ক্রেতা বিক্রেতা এবং বাড়িওয়ালা ভাড়াটিয়ার রিয়েল এস্টেট সম্পর্কিত যেকোন কাজ বন্দর নগরীতে এখন আরো সহজ হবে। অনলাইন মার্কেট প্লেসটির গ্রাহকরা এখন যেকোন জায়গা থেকে চট্টগ্রামের বিভিন্ন বাসা দেখে তাদের কাঙ্ক্ষিত বাসাটি পছন্দ করতে পারবেন। মার্কেটপ্লেসের গ্রাহকরা এখন নিজের বাড়িতে বসেই তাদের মোবাইল ফোন ব্যবহার করে ৩৬০ ডিগ্রি ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে নিজের পছন্দের বাসাটি দেখতে পাবেন।
পূর্বকাণ/এম
শনিবার, ০৭ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৪ |
আসর শুরু | ০৩.৩২ |
মাগরিব শুরু | ০৫:১৫ |
এশা শুরু | ০৬:২৯ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০০ |
সুর্যোদয় | ০৬ঃ২০ |
সন্ধ্যা ৭.২০টা, ভারত-উইন্ডিজ, টি২০ (স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১)
রাত ১.১৫টা, বুন্দেসলিগা (স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২)
বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬.৩০টা ও রাত ৯.৩০টা, সনি টেন ১ বেলা ১১.৩০টা, বেলা ২.৩০টা ও সন্ধ্যা ৭.৩০টা, সনি ইএসপিএন।