১৯ নভেম্বর, ২০১৯ | ৩:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দুদকের টোল ফ্রি নম্বর ১০৬ এ এক অভিযোগকারীর দেয়া তথ্যের খোঁজে চট্টগ্রাম কাস্টম হাউসে অভিযান চালিয়েছে দুদকের এনফোর্সমেন্ট। দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী এই প্রতিষ্ঠানে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়।
১০৬ নম্বরে অভিযোগের ভিত্তিতে কাস্টম হাউসে এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়েছে বলে জানান দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপ পরিচালক লুৎফুর কবির চন্দন। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান এ কর্মকর্তা। সম্প্রতি দুদকে অপর এক অভিযানে অবৈধ টাকাসহ এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছিল দুদক।
পূর্বকোণ/এম
রবিবার, ০৮ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৪ |
আসর শুরু | ০৩.৩২ |
মাগরিব শুরু | ০৫:১৫ |
এশা শুরু | ০৬:২৯ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০১ |
সুর্যোদয় | ০৬ঃ২১ |
সন্ধ্যা ৬.৩০টা, রাত ৯টা ও রাত ১১.৩০টা, এভারটন- চেলসি, লিভারপুল-এএফসি ব্রুনোমাউথ ও ম্যানসিটি-ম্যানইউ, প্রিমিয়ারশিপ (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১) রাত ৮টা, রাত ১১টা ও রাত ১.৪৫টা, আটালান্টা- হেলাস ভেরোনা, উদিনসে-ন্যাপোলি ও ল্যাজিও-জুভেন্টাস, সিরি এ (সরাসরি, সনি টেন ২) রাত ৮.৩০টা ও রাত ১১.৩০টা, বরুসিয়া মনচ্যানগ্ল্যাডবাচ-বায়ার্ন মিউনিখ ও বায়ার লেভারকুজেন-শালকে ৪, বুন্দেসলিগা (সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২) রাত ৮টা, নর্থ ইস্ট-কলকাতা, আইএসএল (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সকাল ৬.১০টা ও সকাল ৯.১৫টা, এডিলেড স্টাইকার্স-পার্থ স্কসার্চ ও ব্রিসবেন হিটস- মেলবোর্ন রেনেগেডস, ১ম ও ২য় সেমিফাইনাল, প্রমিলা বিগব্যাশ (সরাসরি, সনি সিক্স) বিকাল ৪.৩০টা, ডারবান হিটস - জোজি স্টার্স, এমএসএল (সরাসরি, সনি সিক্স)
রেসলিং সকাল ১০.৩০টা, বেলা ১১.৩০টা, বেলা ২.৩০টা ও সন্ধ্যা ৭.৩০টা, সনি ইএসপিএন সকাল ৭টা, বেলা ১.৩০টা, বিকাল ৫.৩০টা ও রাত ৯.৩০টা, সনি টেন ১।