চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

আয়কর মেলা পঞ্চম দিনে আয়কর আদায় ৮৫ কোটি ৯৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০১৯ | ২:৫২ পূর্বাহ্ণ

আয়কর মেলার পঞ্চম দিনে রিটার্ন জমা পড়েছে ৮ হাজার ৬টি। এর বিপরীতে আয়কর আদায় হয়েছে ৮৫ কোটি ৯৯ লাখ ২ হাজার ৯৫৩ টাকা। এ নিয়ে গত পাঁচ দিনে ৩৪ হাজার ৮১৩ রিটার্নের বিপরীতে আয়কর জমা পড়েছে ৩৯৩ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৪০১ টাকা। মেলার তথ্য ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত আপিলাত কর কমিশনার মো. মাহমুদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পঞ্চম দিনে নতুন ই-টিআইএন নিয়েছেন ৭৫৯ জন। কর সেবা নিয়েছেন ৪২ হাজার ৯৩৯ জন। মেলার পঞ্চম দিনে গতকাল সোমবার চট্টগ্রাম কর অঞ্চল-১ এ রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ৫০২ জন। এর বিপরীতে কর আদায় হয়েছে ৫২ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৪৩৩ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ৩০৯ জন। কর অঞ্চল-২ এ ১ হাজার ৩৭১টি রিটার্নের বিপরীতে আদায় হয়েছে ১৫ কোটি ৯২ লাখ ৩৫ হাজার ২৯০ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ৯৬ জন। কর অঞ্চল-৩ এ ২ হাজার ৩৫৫টি রিটার্নের বিপরীতে আদায় ৬ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৯২৭ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ১৩৯ জন। কর অঞ্চল-৪ এ ১ হাজার ২২৭টি রিটার্নের বিপরীতে ১০ কোটি ৩৭ লাখ ৮২ হাজার ১৪৯ টাকা আয়কর জমা হয়েছে। নতুন ই-টিআইএন নিয়েছেন ২১৫ জন। এছাড়া জরিপ রেঞ্জ-৩ এ ৩০টি রিটার্নের বিপরীতে আয়কর জমা পড়েছে ৭৪ হাজার ২৩৯টাকা। অন্যদিকে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, পটিয়া ও লোহাগাড়ায় ১ হাজার ৫২১টি রিটার্নের বিপরীতে আয়কর জমা পড়েছে ৭০ লাখ ১৩ হাজার ৯১৫ টাকা।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আয়কর মেলায় নতুন ই-টিআইএন রেজিস্ট্রেশন, রিটার্ন দাখিলসহ সব আয়কর সেবা পাবেন করদাতারা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট